হঠাৎ পুলিশের হাতে গ্রেফতার হলে.....
ফেসবুক থেকে শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু
Sujit Kul
#হঠাৎ_গ্রেফতার_হলে_কী_করবেন ? কিছু আইনি পরামর্শ, জেনে রাখুন:
(1) বিনা ওয়ারেন্ট অথবা 41CRPC নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে না।
(2) গ্রেফতারের সময় আপনাকে গ্রেফতারের কারণ, গ্রেফতারকারী অফিসারের নাম, গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো পুলিশ আপনাকে বা আপনার বাড়ির লোককে দিতে বাধ্য। এই জিনিসটি অবশ্যই চেয়ে নেবেন। মামলার ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম।
(3) গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে পুলিশ আপনাকে ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য এবং ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া আর একদিনও আপনাকে অতিরিক্ত আটকে রাখতে পারে না। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটের বাড়িতে আপনাকে হাজির করাতে হবে।
(4) মহিলা পুলিশ ছাড়া কোনওভাবেই কোনও মহিলাকে গ্রেফতার বা তল্লাশী চালানো যায় না।
(5) আইন অনুযায়ী পুলিশ লক আপে আপনাকে কোনওপ্রকার শারীরিক বা মানসিক অত্যাচার করতে পারে না। এমনকি চড় মারতেও পারে না।
এবার জেনে নিন কীভাবে পুলিশ আপনাকে হয়রানি করতে পারে ও এক্ষেত্রে কী করবেন: সাধারণ ভাবে সরকারবিরোধী, শাসক দল বিরোধী কোনও পোষ্টের জন্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। কারণ বাক স্বাধীনতার অধিকার আমাদের সংবিধানে স্বীকৃত। কিন্তু পুলিশ মামলা দায়ের করে অন্য ধারায়। আপনি পুলিশী হয়রানির শিকার হতে পারেন যদি আপনি আপনার ফেসবুক পোষ্টে -
ক) অশ্লীল কোনো শব্দ ব্যবহার করেন
খ) ভিত্তিহীন গুরুতর অভিযোগ করেন
গ) চরিত্রহনন করেন
ক) অশ্লীল কোনো শব্দ ব্যবহার করেন
খ) ভিত্তিহীন গুরুতর অভিযোগ করেন
গ) চরিত্রহনন করেন
এই সমস্ত বিষয়গুলি তাই এড়িয়ে চলুন। স্বেচ্ছায় পুলিশের হাতে অস্ত্র তুলে দেবেন না। স্থানীয় রেপুটেড কোনও ক্রিমিন্যাল আইনজীবী, স্থানীয় মানবাধিকার আন্দোলনকর্মী এবং মিডিয়ার ফোন নাম্বার হাতের কাছে রাখুন। বাড়ির লোককেও নাম্বারগুলি দিয়ে বলে রাখুন আপনাকে পুলিশ তুলে নিয়ে গেলে এই নাম্বারগুলিতে তৎক্ষণাৎ যোগাযোগ করতে।
Contact:
Committee for Protection of Democratic Rights (CPDR)
C/o Adv. Suresh Rajeshwar
Poddar Chambers (4th Floor), S. A. Brelvi Marg, Mumbai 400001
Email: cpdr2014@gmail.com
C/o Adv. Suresh Rajeshwar
Poddar Chambers (4th Floor), S. A. Brelvi Marg, Mumbai 400001
Email: cpdr2014@gmail.com
National Human Rights Commission (NHRC)
C/o Shri Damodar Sarangi, IPS (Retd)
Manav Adhikar Bhawan, Block-C, GPO Complex, New Delhi 110023
9777579400, 9040079404
011 24651330/24663333
Email: sprep2.nhrc@nic.in, dssarangi@yahoo.com
C/o Shri Damodar Sarangi, IPS (Retd)
Manav Adhikar Bhawan, Block-C, GPO Complex, New Delhi 110023
9777579400, 9040079404
011 24651330/24663333
Email: sprep2.nhrc@nic.in, dssarangi@yahoo.com
কোনও ব্যক্তি পুলিশি হয়রানির শিকার হচ্ছেন জানতে পারা মাত্র তার পাশে দাঁড়ান। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে খবরটি ছড়িয়ে দিন। মনে রাখবেন, আপনি যদি অন্যের পাশে না দাঁড়ান তাহলে আপনার বিপদে আপনার পাশেও কেউ দাঁড়াবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন