কাক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

কাক


কাক


কাকের রোগ-যন্ত্রণা সবচেয়ে কম !
ধরে নেওয়া যায়
মৃত্যুভয়েও
কাকের মৃত্যু-যন্ত্রণা
সবচেয়ে কম হবে !

যতদিন মানুষজাতি থাকবে
ততদিন কাকজাতি
বেঁচে থাকবে !
কা-কা কা-কা রবে
কাকের ডাক ডেকে যাবে !

তবে কোকিলা
কাকের বাসায়
যথারীতি ডিম পাড়বে !

সঙ্গে সঙ্গে
কাকীর পাড়া ডিম
কোকিলা
ঠোঁট দিয়ে ঠুকরিয়ে
মাটিতে ফেলে দেবে !



*বা/রা/৮৮৩।