গির অরণ্যের সিংহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গির অরণ্যের সিংহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২ জুলাই, ২০১৭

গির অরণ্যের সিংহ


গির অরণ্যের সিংহ



গুজরাতের গির অরণ্য !

গির অরণ্যের মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তায়, থেমে থাকা অ্যাম্বুলেন্স ঘিরে, তিনটি সিংহ, নয়টি সিংহী !

কাঁচ ঢাকা,  সেই অ্যাম্বুলেন্সের ভেতরে, জরুরী প্রয়োজনে,  নবজাতকের জন্ম দিচ্ছেন একজন মনুষ্যনারী !

অ্যাম্বুলেন্সের ঘেরা টোপের বাইরে, সিংহ-সিংহীরা ! কয়েকটা উঁকিঝুকি মারছে, অ্যাম্বুলেন্সের আটকানো স্বচ্ছ কাঁচ ভেদ করে ভেতরে ! দেখছে,  মানবশিশুর প্রসব এবং প্রসব করানো !

ভাবছে, আমাদের সিংহীরা তো, নিজেই প্রসব করে ! কারোর সহায়তার দরকার পড়ে না !

আমাদের মতো, মানুষদের কেন হয় না ?