শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

Photon


Photon



Photon !
আলোকের একক !
আলোক কণা !

ফোটন কিন্তু
একটা
মৌলিক কণা !

ফোটন
তড়িৎচুম্বক ক্রিয়ায়
আলো

এবং অন্যান্য
সমস্ত তড়িৎচুম্বকীয় বিকিরণের
মৌলিক একক !

ফোটন
অনেকের ক্ষেত্রে অজানা !
তবে কারো কারো ক্ষেত্রে জানা !

* 'The photon has
''zero rest mass''
and

always moves
at the speed of light
within a vacuum' !

সূক্ষ্ম শরীর


সূক্ষ্ম শরীর



সূক্ষ্ম শরীর !
সপ্তদশ অবয়বযুক্ত
লিঙ্গ শরীর !

পঞ্চ জ্ঞানেন্দ্রিয়
পঞ্চ কর্মেন্দ্রিয়
পঞ্চ বায়ু

বুদ্ধি

মন !

এ্ই সতেরো তত্ত্বের
সমাহার
লিঙ্গ শরীর !



* সূক্ষ্ম শরীর = লিঙ্গ শরীর *

বঙ্কিমচন্দ্র


বঙ্কিমচন্দ্র



বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজদের অধীনে
তাঁর চাকরি-জীবন শুরু করেছিলেন
একজন ডেপুটি-ম্যাজিস্ট্রেট হিসাবে !

বঙ্কিমচন্দ্র যতদিন
চাকুরি করেছিলেন
ততদিন তিনি
ডেপুটি-ম্যাজিস্ট্রেটই ছিলেন !

বঙ্কিমচন্দ্র যখন
স্ব-ইচ্ছায় চাকরি ছেড়েছিলেন
তখনও তিনি
ডেপুটি-ম্যাজিস্ট্রিটই ছিলেন !

সারা চাকরি-জীবনে
বঙ্কিমচন্দ্রের মতো লোকের
কোন
প্রমোশন হয়নি !

শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

বেদ ও বেদব্যাস


বেদ ও বেদব্যাস



বেদ।
হিন্দুদের প্রাচীনতম অপৌরুষের শাস্ত্রগ্রন্থ, এবং, সাহিত্য
যা ঋক্ সাম যজুঃ ও অথর্ব, এই চার ভাগে বিভক্ত।
প্রত্যক্ষ বা অনুমান-নির্ভর, অনধিগম্য-জ্ঞান, বেদে বিধৃত আছে।

বেদব্যাস, সেই 'বেদ'
বিভাজনের আগে

লিখেছেন
অষ্টাদশ পুরাণ

লিখেছেন
মহাভারত

লিখেছেন
বেদান্তসূত্র।

বেদব্যাস।
বেদের বিভাগকর্তা।
তিনিই ব্যাসমুনি।
তিনিই পরাশর ও সত্যবতীর পুত্র।


* সূত্র : ব্রহ্মচারিণী বেলা দেবীর 'ভাগবতী কথা।

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

মোদি সরকার কী বলছেন ?


মোদি সরকার কী বলছেন ?



মোবাইল-এ
প্রায়শই
টাওয়ার সংযোগ থাকে না !

কমপিউটারে
ইনটারনেটের সংযো্গ-এর
অবস্থাও তথৈবচ !

টিভিতেও তাই !
তবু ভারত নাকি এগোচ্ছে !
মোদি সরকার কী বলছেন ?

ভারত হিন্দুদের দেশ ?


ভারত হিন্দুদের দেশ ?



কে বললো, ভারত হিন্দুদের দেশ  !

ভারতে হিন্দুদের স্বার্থ দেখা হয় না !

ভারতের সংবিধানের 
আপাত হিন্দু-বিরোধী
আপাত হিন্দু-বিধ্বংসী
ধারাগুলি
সংশোধন করা হোক !

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

Mr. Rajib Malhotra


Mr. Rajib Malhotra



You may please, listen and view, the various YouTube Videos, of Mr. Rajib Malhotra, on Hinduism, Mother India, and associated matters, just to boost-up your knowledge !

Dr. B. M. Hegde


Dr. B. M. Hegde



Please listen and see various TouTube articals of  Dr. B. M. HEGDE, on Medical Sciences.

You may be benefitted, out of this !

বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

সপ্তলোক


সপ্তলোক



ভূ  ভুব:  স্ব:
এই তিনলোক
জীবের ভোগস্থান !

তবে
নিষ্কাম সাধকের

মহ:
জন
তপ:

সত্যলোকরূপ
ব্রহ্মলোক-প্রাপ্তি
হয়ে থাকে !



*শ্রীমদ্ভা.২৪৪-২৪৫।

মন্ত্র


মন্ত্র



Pranab Kumar Kundu একটি প্রোফাইল শেয়ার করেছেন।
মন্ত্র
মন্ত্র হচ্ছে, পবিত্র শব্দ, বা, পবিত্র শব্দসমষ্টি, বা, পবিত্র বাক্য, বা, পবিত্র বাক্যসমষ্টি, যা উচ্চারণ করে, দেবতাদের, সঠিক পদ্ধতিতে, উপাসনা করা হয় !
মন্ত্র উচ্চারণে, 'ত্রাণ' পাওয়ার সম্ভাবনা থাকে !
মন্ত্র সংস্কৃতে লেখা, এবং মন্ত্র বৈদিক সাহিত্যের অংশ !
'মন্ত্রতন্ত্র' বলতে বোঝায়, বিবিধ মন্ত্র, ও সেই অনুযায়ী, বিভিন্ন প্রক্রিয়া !
মন্ত্র দ্বারা নিজেকে, বা কোন জিনিস, পবিত্রকৃত করা যায় ! একে বলে মন্ত্র্পুত করা !
মন্ত্রের আবার 'শক্তি' বা 'জোর', থাকে, একে বলে, 'মন্ত্রশক্তি' !
মন্ত্রদ্বারা আবার কাউকে বশীভূত করাও যায় !
'মন্ত্রশিষ্য', কোন ব্যক্তি কর্তৃক দীক্ষিত শিষ্য !
অনেকে আবার, মন্ত্রের সাহায্যে, কর্মসাধনও করে থাকেন !
মন্ত্রের দ্বারা, 'সিদ্ধি'লাভের প্রয়াস করা যায় !
মন্ত্রজপ দ্বারা, সিদ্ধিপ্রাপ্ত হলে, তাঁকে বলা হয় 'মন্ত্রসিদ্ধ', এবং 'মন্তসিদ্ধ'-এর ব্যাপারটাকে বলে 'মন্ত্রসিদ্ধি' !
ছন্দোময় উচ্চে উচ্চারিত মন্ত্র, 'ঋক্' !
গদ্যময় মৃদু উচ্চারিত মন্ত্র, 'যজুঃ' !
আর গেয়ে গেয়ে যে গেয় মন্ত্র, তা 'সাম' !
মন্ত্র, গুরুদত্ত 'বীজ'ও !
'মন্ত্রদেবতা', মন্ত্রঅধিষ্ঠাত্রী দেবতা ! ইনি একজন দেবী ! তবে নাম জানা যায় না ! দেবীও নিজে নাম বলতে লজ্জা পান !
বলা হয়, ঋষিরা বেদমন্ত্রের 'দ্রষ্টা'।তাঁরা বেদ মন্ত্রের সৃচ্টি করেন ! অর্থ অনুভব করেন ! সার্বিকভাবে realization করেন !
'মন্ত্রমূর্তি', 'মন্ত্রস্বরূপ', সাধারণত 'শিবঠাকুর'কে বলা হয় !
'মন্ত্রযোগ,' মন্ত্রপ্রয়োগ অর্থে ব্যবহার করা হয় !
মন্ত্রসংস্কার !
মন্ত্রসাধ্য সংস্কার !
ওটা বিবাহ !
বিবাহে মন্ত্রোচ্চারণ করতে হয় !
বিবাহে, কন্যা দান হয় !
বিবাহে কন্যা গ্র্হণও হয় !
বিবাহে 'দান-গ্র্হণ' সম্পূর্ণ হলেই তো, বিবাহ ্পূর্ণ হয় !
'মন্ত্রস্নান', ওটা মন্ত্র-উচ্চারণ-সাধ্য স্নান !
ওটাই 'ব্রাহ্মস্নান' !
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
মন্তব্য করুন
মন্তব্যগুলি

মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

তত্ত্ববাদ


তত্ত্ববাদ



লৌকিক ব্যবহার
বৈদিক ব্যবহার
এক নয় !

বৈদিক
কর্মকাণ্ডে
তত্ত্ববাদ নেই !

তত্ত্ববাদ
পাবেন
উপনিষদ-এ !

যা
বেদান্তের
সমতুল্য !



*শ্রীমদ্ভা.৫৮৮।

মন ( চার )


মন ( চার )



মন
বাসনাময়।
গোময় !

মন বিষয়াসক্ত !
সে কারণে
বিষয়ীর ভক্ত !

মন গুণের দ্বারা
চালিত !
নির্গুণ নয় !

মন বিকারযুক্ত !
বিকারমুক্ত
নয় !

পঞ্চভূত

একাদশ ইন্দ্রিয়

এই ষোলটির
মধ্যে
মন মুখ্য !



* সূত্র : 'শ্রীমদ্ভাগবত মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৫৮৮-৫৮৯।

মন ( তিন )


মন ( তিন )



পাঁচ কর্মেন্দ্রিয়
পাঁচ জ্ঞানেন্দ্রিয়

আর
অহংকার।

মনের এই
একাদশ বৃত্তি !

পাঁচ রকমের
কর্ম
পঞ্চতন্মাত্র

শরীর
এই এগারোটি
মনের আধার !



* সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতাপ্রেস, পৃষ্ঠা ৫৮৯।

চীনের সীমান্ত


চীনের সীমান্ত



১। কাশ্মীর তথা লাদাখ
২। হিমাচল প্রদেশ
৩। উত্তরাখণ্ড
৪। সিকিম
৫। অরুণাচল প্রদেশ
এতগুলো রাজ্যকে ছুঁয়ে রয়েছে, ভারতের সাথে, চীনের সীমান্ত !

রসোগোল্লা


রসোগোল্লা



রসোগোল্লার আবিষ্কারক নবীন চন্দ্র দাস।
তাঁর দোকানটি, ইংরেজ সরকারের ফরমানে, দুগ্ধজাত মিষ্টান্ন প্রস্তুত নিষিদ্ধ হওয়ার ১০০ বছর পরে, বাংলার ১৩৭৫ সালে, বন্ধ হয়ে যায় !

সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

মনুসংহিতা ২/৩০


মনুসংহিতা ২/৩০



জাত সন্তানের নামকরণ
দশম বা দ্বাদশ দিনে
করিবে !

এই নিয়ম অনুযায়ী
জন্ম-অনুসারেই
বর্ণভেদ
ও জাতিভেদ
হয়ে যাবে !

কর্ম অনুসারে
নয় !

* সূত্র: রণদীপন বসু।
ফেসবুক। ১১/১১/২০১৭।

মনুসংহিতা ২/৩১


মনুসংহিতা ২/৩১



ব্রাহ্মণের
মঙ্গলবাচক

ক্ষত্রিয়ের
বলবাচক

বৈশ্যের
ধনবাচক

শূদ্রের
হীনতাবাচক

নাম
রাখিবে !

* সূত্র: রণদীপন বসু।
ফেসবুক। ১১/১১/২০১৭।

তৃণমূল


তৃণমূল



মা-মাটি-মানুষ !

উনি মা নন !
উনি কুমারী !

মাটিতে এবার ফাটল !
মুকুলবাবু বেরিয়ে গিয়েছেন !

আবার সীতার মতন
তূণমূলের পাতাল প্রবেশন !

মুকুলবাবুর সাথে সাথে
তৃণমূলের 'মানুষেরা'
ছত্রভঙ্গ হয়ে
ছত্রখান হয়ে যাবেন !

তখন দলনেত্রী
আর দু'চারজন স্তাবক
কাঁদবেন !

শুধু কাঁদবেন !
শুধু শুধুই কাঁদবেন ?

রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

ঋষ্যশৃঙ্গ মুনি


ঋষ্যশৃঙ্গ মুনি



ঋষ্যশৃঙ্গ মুনি !
আপনার মাথায়
কটা  'শিং'  আছে
আমার কাছে আসুন !
আমি গুনি !

Matter-Energy relationship


Matter-Energy relationship



Energy is Matter !
Matter is Energy !
They are always
                  able
Interchangeable !

শুভেচ্ছা


শুভেচ্ছা



সকল শুভানুধ্যায়ীকে
জানাই
শুভ বাংলা নববর্ষ ১৪২৫-এর
শুভেচ্ছা !

প্রণব কুমার কুণ্ডু।

A doctor's proforma prescription-head


A doctor's proforma prescription-head



from the desk of
Dr. Debasish Nandi
        M.B.B.S (Cal)
General Physician
& Orthopaedics Practitioner

Address
47/2 Jan Mohammad Ghat Road
P.O. + P.S. - Naihati, Dist. - 24 Pgs. (N)
Pin- 743165, West Bengal

Consultation time
( only by proper appointment )
*************************

For Appointment
One Land Phone No ***********
Two mobile Nos.
**********
**********

*Emergency
Contact No:
**********

* Don't substitute any medicine.
* Hospitalization in case of emergency/If I am out of station.
* Not for Medico legal Purpose.
* Patient's identity not verified.

* No Home Call Please
* Available only
During Chamber Hours.
* Consultation Fees
Valid for next 10 Days.
* Money Receipt should
be collected from
reception table within
10 Days.

For EMERGENCY E.C.G - Call **********

Rubber Stamp
Reg. No.- ***** of WBMC

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

ফেসবুক ( চার )



গতকাল ১২/৪/২০১৮ তারিখে, ফেসবুকের পাতায়, স্মৃতিগুলো এলো !

২/৩টে  'স্মৃতি' শেয়ার করার পরে,  আপনাদের বিজ্ঞাপন দাতাদের দৌরাত্বে,  স্মৃতিগুলো,  ফেসবুকের পাতা থেকে, নিঁখোজ হয়ে গেল !

বিজ্ঞপ্তিতে কোন 'লিঙ্ক' পেলাম না !

স্মৃতিগুলোও আর ফিরে এলো না !

কাজেই বাকি স্মৃতিগুলো আর "শেয়ার" করা গেল না !

আপনাদের অবগতির জন্য, জানালাম !

ধন্যবাদ !

প্রণব কুমার কুণ্ডু !

১৩/৪/২০১৮।

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

ধর্ম ( চার )


ধর্ম ( চার )



ঈশ্বরকে
ধর্মের কেন্দ্রে রাখা
ভুল !

মোক্ষ বা আত্মার-মুক্তিকে
ধর্মের সাথে জড়ানো
ভুল !

পশুবলিদান ঠিক নয় !
অপ্রয়োজনে পশুহত্যা
নিন্দনীয় !


প্রকৃত ধর্ম রয়েছে
মানুষের হৃদয়ে !
শাস্ত্রে নয় !

ব্রাহ্মণরা
ধর্ম-রক্ষার
প্রতিভূ নন !

মানুষ এবং নৈতিকতা
ধর্মের কেন্দ্র হওয়া
উচিত !

কোন কিছুই
স্থায়ী বা
সনাতন নয় !

এমন কী
'সনাতন ধর্ম'ও নয় !
সব কিছুই পরিবর্তনশীল !

বিবেকানন্দ ( তিন )


বিবেকানন্দ ( তিন )



ব্রাহ্মণ না হলে
সন্ন্যাসী হওয়া
যায় না !

সেই myth
ভেঙেছিলেন
স্বামী বিবেকানন্দ !

তবে একদিন তিঁনি
তাঁর অ-ব্রাহ্মণ গুরুভাইদের
পৈতে বিতরণ করেছিলেন !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা'।

ভোগ


ভোগ



ভোগাভোগ।
সুখ-দুঃখ ভোগ !
কর্মফল ভোগ !

ভোগায়তন।
ভোগস্থান !
স্থূলদেহ !

ভোগী।
স্ত্রী- ভোগিনী !

ভোগবান।
ভোগসম্পন্ন !
বিষয়ভোগে আসক্ত !
সুখী ?

ভোগিনী !
মহিষী ভিন্ন
রাজার-স্ত্রী !
হতে পারেন
রাজ-উপপত্নী !

ভোগীন্দ্র।
নাগশ্রেষ্ঠ অনন্ত !
বাসুকি !
পতঞ্জলি !
আর ইন্দ্র ?

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

ভোগাবলী


ভোগাবলী



ভোগাবলী।
ভোগসমূহ !

ভোগাবলী।
স্তুতি !

ভোগাবলী।
স্তুতিপ্রবন্ধ !

ভোগাবলী।
নাগপুরী !

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

ভোগরাগ


ভোগরাগ



ভোগরাগ।
দেবতার নৈবেদ্য
অন্ন-ফলমূল ইত্যাদি
এবং অনুরা্গ হেতু
পূজা-বন্দনা প্রভৃতি।

সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

ভোগবতী






ভোগবতী



ভোগবতী।
রক্ষকনাগ-যুক্তা
পাতাল-গঙ্গা।

ভোগবতী।
বক্রগতি-যুক্তা
সরস্বতী নদী।

ভোগবতী।
খুলে দেখ চোখ !
সে যে নাগলোক !

রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

ভোগভূমি





ভোগভূমি




সুখভোগ স্থান !
স্বর্গ !
বিপরীতে নরক নয় !
পৃথিবী !
আমাদের এই পৃথিবী !
আমাদের ভারতভূমি !
যা আমাদের
সকলের
কর্মভূমি !

ভোগভূমি !
আসলে
আমাদের সকলের
ভোগসাধনদেহ !

শনিবার, ৭ এপ্রিল, ২০১৮

ভোগদেহ


ভোগদেহ



ভোগদেহ !
কর্মফল ভোগের জন্য
সূক্ষ্মশরীর !
সপিণ্ডীকরণের পরে
প্রেতদেহ পরিত্যাগের পরে
সূক্ষ্মশরীরের ভোগদেহ প্রাপ্তি !

সত্যি ?

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

পুনর্জন্মে


পুনর্জন্মে



মানুষ
নিজের
ভাগ্য নিয়ে আসে

আর
নিজের
কর্ম নিয়ে যায় !

পুনর্জন্মে
সেই কর্মের বিচি
ছাড়িয়ে

মানুষ
চিবিয়ে চিবিয়ে
খায় !

ভগবান ব্যাসদেব


ভগবান ব্যাসদেব


ভগবান ব্যাসদেব !
তিনিই ব্যাসদেব !
তিনিই ব্যাস !

ব্যাস বশিষ্ঠের প্রপৌত্র।
শক্ত্রির পৌত্র।
পরাশরের পুত্র।

ব্যাস ভাগবত শুকদেব-এর
পিতা।
জননী সত্যবতী।

সত্যবতী
 মৎস্যগন্ধ্যা বলে
পরিচিতা ছিলেন !

সোমবার, ২ এপ্রিল, ২০১৮

শঙ্করাচার্য


শঙ্করাচার্য



শঙ্করাচার্য
গীতার প্রচার করে
মহাগৌরবের
ভাগী হয়েছিলেন !

শঙ্করাচার্য
তাঁর মহৎ জীবনে
যে সমস্থ
বড় বড় কাজ করেছিলেন
তার মধ্যে
গীতা-প্রচার

গীতার সর্বাপেক্ষা
মনোজ্ঞ ভাষ্য প্রণয়ন
অন্যতম !

শঙ্করাচার্যই
স্বনাম খ্যাত
আচার্য শঙ্কর !
ইনি কেরলের
মলবার অঞ্চলে
৭৮৮ থেকে
৮২০ খ্রিস্টাব্দের মধ্যে
জন্মগ্রহণ করেছিলেন !
মাত্র বত্রিশ বছর বয়সে
ইনি মর্তলোক
ত্যাগ করেন !

শঙ্করাচার্যের
অনন্যসাধারণ জ্ঞান
ও পাণ্ডিত্যের জন্য
ইঁনি
ভগবান শঙ্করের
অবতার বলে
মান্য হন !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ২২৫।

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

রামানুজ ও শঙ্করাচার্য ( দুই )


রামানুজ ও শঙ্করাচার্য ( দুই )



রামানুজের
মতানুবর্তিগণ
'আত্মাকে' 
'অণু' অর্থাৎ অতি ক্ষুদ্র বলে
মনে করেন !

কিন্তু শঙ্করাচার্যের অনুবর্তিগণ
'আত্মাকে'
'বিভু'
অর্থাৎ সর্বব্যাপী বলে
স্বীকার করেন !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ২২২।

রামানুজ ও শঙ্করাচার্য


রামানুজ ও শঙ্করাচার্য



রামানুজের জীবন ও তাঁর দর্শনকে দ্বৈতবাদ বলে !
রামানুজ ভারতের প্রধান দ্বৈতবাদী দার্শনিক !

শঙ্করাচার্যকে অদ্বৈতবাদের প্রতিনিধি হিসাবে গ্রহণ করা যেতে পারে !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ২২১।