মন্ত্র
মন্ত্র
মন্ত্র হচ্ছে, পবিত্র শব্দ, বা, পবিত্র শব্দসমষ্টি, বা, পবিত্র বাক্য, বা, পবিত্র বাক্যসমষ্টি, যা উচ্চারণ করে, দেবতাদের, সঠিক পদ্ধতিতে, উপাসনা করা হয় !
মন্ত্র উচ্চারণে, 'ত্রাণ' পাওয়ার সম্ভাবনা থাকে !
মন্ত্র সংস্কৃতে লেখা, এবং মন্ত্র বৈদিক সাহিত্যের অংশ !
'মন্ত্রতন্ত্র' বলতে বোঝায়, বিবিধ মন্ত্র, ও সেই অনুযায়ী, বিভিন্ন প্রক্রিয়া !
মন্ত্র দ্বারা নিজেকে, বা কোন জিনিস, পবিত্রকৃত করা যায় ! একে বলে মন্ত্র্পুত করা !
মন্ত্রের আবার 'শক্তি' বা 'জোর', থাকে, একে বলে, 'মন্ত্রশক্তি' !
মন্ত্রদ্বারা আবার কাউকে বশীভূত করাও যায় !
'মন্ত্রশিষ্য', কোন ব্যক্তি কর্তৃক দীক্ষিত শিষ্য !
অনেকে আবার, মন্ত্রের সাহায্যে, কর্মসাধনও করে থাকেন !
মন্ত্রের দ্বারা, 'সিদ্ধি'লাভের প্রয়াস করা যায় !
মন্ত্রজপ দ্বারা, সিদ্ধিপ্রাপ্ত হলে, তাঁকে বলা হয় 'মন্ত্রসিদ্ধ', এবং 'মন্তসিদ্ধ'-এর ব্যাপারটাকে বলে 'মন্ত্রসিদ্ধি' !
ছন্দোময় উচ্চে উচ্চারিত মন্ত্র, 'ঋক্' !
গদ্যময় মৃদু উচ্চারিত মন্ত্র, 'যজুঃ' !
আর গেয়ে গেয়ে যে গেয় মন্ত্র, তা 'সাম' !
মন্ত্র, গুরুদত্ত 'বীজ'ও !
'মন্ত্রদেবতা', মন্ত্রঅধিষ্ঠাত্রী দেবতা ! ইনি একজন দেবী ! তবে নাম জানা যায় না ! দেবীও নিজে নাম বলতে লজ্জা পান !
বলা হয়, ঋষিরা বেদমন্ত্রের 'দ্রষ্টা'।তাঁরা বেদ মন্ত্রের সৃচ্টি করেন ! অর্থ অনুভব করেন ! সার্বিকভাবে realization করেন !
'মন্ত্রমূর্তি', 'মন্ত্রস্বরূপ', সাধারণত 'শিবঠাকুর'কে বলা হয় !
'মন্ত্রযোগ,' মন্ত্রপ্রয়োগ অর্থে ব্যবহার করা হয় !
মন্ত্রসংস্কার !
মন্ত্রসাধ্য সংস্কার !
ওটা বিবাহ !
বিবাহে মন্ত্রোচ্চারণ করতে হয় !
বিবাহে, কন্যা দান হয় !
বিবাহে কন্যা গ্র্হণও হয় !
বিবাহে 'দান-গ্র্হণ' সম্পূর্ণ হলেই তো, বিবাহ ্পূর্ণ হয় !
'মন্ত্রস্নান', ওটা মন্ত্র-উচ্চারণ-সাধ্য স্নান !
ওটাই 'ব্রাহ্মস্নান' !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন