বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

ধর্ম ( চার )


ধর্ম ( চার )



ঈশ্বরকে
ধর্মের কেন্দ্রে রাখা
ভুল !

মোক্ষ বা আত্মার-মুক্তিকে
ধর্মের সাথে জড়ানো
ভুল !

পশুবলিদান ঠিক নয় !
অপ্রয়োজনে পশুহত্যা
নিন্দনীয় !


প্রকৃত ধর্ম রয়েছে
মানুষের হৃদয়ে !
শাস্ত্রে নয় !

ব্রাহ্মণরা
ধর্ম-রক্ষার
প্রতিভূ নন !

মানুষ এবং নৈতিকতা
ধর্মের কেন্দ্র হওয়া
উচিত !

কোন কিছুই
স্থায়ী বা
সনাতন নয় !

এমন কী
'সনাতন ধর্ম'ও নয় !
সব কিছুই পরিবর্তনশীল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন