মাজুলি দ্বীপের উপকথা ! লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাজুলি দ্বীপের উপকথা ! লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

মাজুলি দ্বীপের উপকথা !


মাজুলি দ্বীপের উপকথা !


রূপসা চ্যাটার্জির পোস্ট শেয়ার করেছেন     প্রণব কুমার কুণ্ডু
        
বিশ্বের বৃহত্তম নদী দ্বীপের স্বীকৃতি পেল ভারতের মাজুলি

অসমের মাজুলিকে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপের তকমা দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ব্রহ্মপুত্র নদীর এই দ্বীপটির আয়তন ৮৮০ কিলোমিটার। এখানে বসবাসকারী মানুষের অধিকাংশ অরুণাচল প্রদেশ থেকে আগত আদিবাসী জনগোষ্ঠীর। তাঁদের জীবনও নদীকেন্দ্রিক।
আদিবাসীদের নিজস্ব ভাষা অবলুপ্তির পথে। ফলে অসমিয়া ও দেউরি ভাষাতে কথা বলেন মাজ়ুলির বাসিন্দারা। রয়েছে ১৪৪টি গ্রাম। জনসংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার।
এই দ্বীপে প্রায় একশ ধরনের চাল উৎপাদিত হয়। মানুষের প্রধান জীবিকা চাষআবাদ। এর আগে UNESCO-র তরফে মাজুলিকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছিল। তারপর মাজ়ুলির মুকুটে জুড়ল বৃহত্তম নদী দ্বীপের পালক। আগে ব্রাজ়িলের মারাজ়ো ছিল পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ।

লাইক
মন্তব্য করুন