বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

এক সময়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যক্তিরা জ্ঞানমার্গ্অবলম্বী ছিলেন


এক সময়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যক্তিরা জ্ঞানমার্গ্অবলম্বী ছিলেন



এক সময়ে
ভারতবর্ষের
শ্রেষ্ঠ ব্যক্তিরা
জ্ঞানমার্গ্অবলম্বী
ছিলেন !

সেই সব
জ্ঞানমার্গ্‌অবলম্বনকারিরা
স্বর্গলোকে
যেতে যেতে
চন্দ্রলোক পর্যন্ত
গিয়েছিলেন !

চন্দ্রলোকে গিয়ে
চন্দ্রের পিছনের
অন্ধকার অংশ দেখে
তাঁরা
ভয়ে
আঁতকে উঠেছিলেন !

তাই তাঁরা আবার
পৃথিবীতেই
ফিরে এসেছিলেন !

এই যাওয়া-আসা ছিল
কর্মমার্গ-এর অন্তর্গত !

ফিরে এসে তাঁরা
কর্মযোগী হয়ে
আত্মাসহ
বাকি জীবন
এই পৃথিবীতেই
কাটিয়েছিলেন !

তাঁরা
তাঁদের
নিজেদের জীবনের
ভুলগুলো
এবং মহাভুলগুলো
পুরোপুরি
শুধরে নিয়েছিলেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন