সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

পরব্রহ্ম পুরুষোত্তম


পরব্রহ্ম পুরুষোত্তম



পরব্রহ্ম পুরুষোত্তম।

একসময়ে
পরব্রহ্ম পুরুষোত্তম
দেবতাদের ওপর কৃপা করে
তাঁদের শক্তিপ্রদান করেছিলেন !

তার ফলে
দেবতারা
অসুরদের পরাভূত করে
বিজয়লাভও করেছিলেন !

তাই প্রকৃতপক্ষে
সেই বিজয় ছিল
পরমাত্মা পুরুষোত্তমেরই
বিজয় !

দেবতারা ছিলেন
নিমিত্ত মাত্র !
তবে দেবতারা
নিজেদের অত্যন্ত শক্তিশালী ভেবে
নিজেদের শক্তি ও পৌরুষকেই
অসুরদেরদের পরাজিত করার জন্য
দায়ী ভেবেছিলেন !



* সূত্র : 'কেনোপনিষদ্', তৃতীয় খণ্ড, প্রথম শ্লোক, পৃষ্ঠা ৩৩,  গীতা প্রেস, গোরক্ষপুর, উত্তর প্রদেশ, ভারত, পিন ২৭৩০০৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন