মহর্ষি যাজ্ঞবল্ক্য
মহর্ষি যাজ্ঞবল্ক্য বিভিন্ন সুখের তুলনামূলক বিচার করেছিলেন। বলেছিলেন, সমস্ত ভোগ্য পদার্থ যিনি প্রাপ্ত হবেন, তিনিই মানুষদের মধ্যে, সব থেকে বেশি সুখী হবেন, কেননা তাতেই তিনি সর্বাধিক আনন্দ পাবেন !
তার থেকে শতগুণ পিতৃলোকের আনন্দ !
তার থেকে শতগুণ গব্ধর্বলোকের আনন্দ !
তার থেকে শতগুণ, নিজ কর্মফলের দ্বারা, দেবতা বনে যাওয়া, লোকেদের আনন্দ !
তার থেকেও শতগুণ আনন্দ, 'আজান' দেবতাদের আনন্দ ! তাঁরা কল্পের প্রারম্ভে থেকে, সেই কল্পের শেষ পর্যন্ত, দেবতা পদে, নিরবিচ্ছিন্ন ভাবে, অধিষ্ঠিত থাকেন !
এইভাবে ক্রমশ, আরও শতগুণ বেশি, প্রজাপতিলোকের আনন্দ !
তারপরে, তার চেয়েও, আরও শতগুণ বেশি, ব্রহ্মলোকের আনন্দ !
ওখানেই সর্বোচ্চ আনন্দ ! তার বাইরে আর, অধিকতর/অধিকতম, আনন্দ নেই !
নেই ! নেই ! ! নেই ! ! !
আনন্দের ওখানেই শেষ ! ওখানেই শেষ ! শেষ !...
* সূত্র : 'শ্রীমদ্ভগবদ্গীতা', ( তত্ত্ববিবেচনী -- গীতার তাত্ত্বিক আলোচনা ), জয়দয়াল গোয়েন্দকা, গীতা প্রেস, গোরক্ষপুর, উত্তর প্রদেশ, ভারত, পিন ২৭৩০০৫, পৃষ্ঠা ২৪৫।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন