মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

মহর্ষি যাজ্ঞবল্ক্য


মহর্ষি যাজ্ঞবল্ক্য



মহর্ষি যাজ্ঞবল্ক্য বিভিন্ন সুখের তুলনামূলক বিচার করেছিলেন। বলেছিলেন, সমস্ত ভোগ্য পদার্থ যিনি প্রাপ্ত হবেন, তিনিই মানুষদের মধ্যে, সব থেকে বেশি সুখী হবেন, কেননা তাতেই তিনি সর্বাধিক আনন্দ পাবেন !

তার থেকে শতগুণ পিতৃলোকের আনন্দ !

তার থেকে শতগুণ গব্ধর্বলোকের আনন্দ !

তার থেকে শতগুণ, নিজ কর্মফলের দ্বারা, দেবতা বনে যাওয়া, লোকেদের আনন্দ !

তার থেকেও শতগুণ আনন্দ, 'আজান' দেবতাদের আনন্দ ! তাঁরা‌ কল্পের প্রারম্ভে থেকে, সেই কল্পের শেষ পর্যন্ত, দেবতা পদে, নিরবিচ্ছিন্ন ভাবে,  অধিষ্ঠিত থাকেন !

এইভাবে ক্রমশ, আরও শতগুণ বেশি, প্রজাপতিলোকের আনন্দ !

তারপরে, তার চেয়েও,  আরও শতগুণ বেশি, ব্রহ্মলোকের আনন্দ !

ওখানেই সর্বোচ্চ আনন্দ ! তার বাইরে আর, অধিকতর/অধিকতম,  আনন্দ নেই !
নেই ! নেই ! ! নেই ! ! !
আনন্দের ওখানেই শেষ ! ওখানেই শেষ ! শেষ !...



* সূত্র : 'শ্রীমদ্‌ভগবদ্‌গীতা', ( তত্ত্ববিবেচনী -- গীতার তাত্ত্বিক আলোচনা ), জয়দয়াল গোয়েন্দকা, গীতা প্রেস, গোরক্ষপুর, উত্তর প্রদেশ, ভারত, পিন ২৭৩০০৫, পৃষ্ঠা ২৪৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন