গীতার কর্মবাদ আর জ্ঞানবাদ সামঞ্জস্যপূর্ণ ভাবে মেনে চললে...
গীতার কর্মবাদ
আর জ্ঞানবাদ
সামঞ্জস্যপূর্ণ
ভাবে মেনে চললে
ভারতবাসীরা
কখনও
হীনমনা হয়ে
আজকের পর্যায়ে
নেমে আসতো না !
তাতে ভারতবর্ষ
অনেক অনেক
অকর্মা লোকজনে
পরিপূর্ণ হয়ে গিয়েছিল
এবং ভারতবর্ষের
অধঃপতন-দশা
শুরু এবং
প্রাপ্ত হয়েছিল !
আমাদের
মুসলমানদের কাছে
পরাধীনতা
প্রায় ৮০০ বছরের
এবং
ইংরেজদের কাছে পরাধীনতা
প্রায় দুশো বছরের !
মুসলমান আমলে
আমরা
নানা ভাবে
অত্যাচারিত ছিলাম
আর ইংরেজ আমলে
আমরা
পরমুখাপেক্ষী হয়ে
পরজাতিদত্ত শিক্ষায়
বিপদগ্রস্থ হয়েছিলাম !
* প্রেক্ষিত : ্শ্রীমদ্ভা.বঙ্কিমরচনা, বসুমতী, পৃষ্ঠা ৭৫।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন