জন্মান্তর পুনর্জন্ম পুনর্জন্মবাদ
জন্মান্তর, পুনর্জন্ম এবং পুনর্জন্মবাদ।
দেবযান মার্গ !
পিতৃযান মার্গ !
এবং এই ধরাধামেই, এক যোনি থেকে, অন্য যোনিতে, যাওয়ার, ব্যতিক্রমী মার্গ
এই 'ত্রিবিধ মার্গ'ই জন্মান্তরের কারণ !
সঙ্গে থাকে
পুণ্যকর্ম
আর যদি, পাপকর্মও যদি কিছু থেকে থাকে, তবে সেই পাপকর্মও।
পুণ্যকর্ম
আর পাপকর্ম
জন্মান্তরের নিমিত্ত !
'অজ্ঞান' জ্ঞান হল
পুনর্জন্মবাদের কেন্দ্র !
পুনর্জন্ম অর্থাৎ পুনরায় জন্ম ও উৎপত্তি ; মরে গিয়ে, প্রারব্ধের বশে, আবার জন্ম ! পুনরুৎপন্ন ! পুনরুদ্ভুত ! পুনর্জাত ! অর্থাৎ, পুনর্জীবিত হওয়া !
এই হল
জন্মান্তর, পুনর্জন্ম এবং পুনর্জন্মবাদ !
দেবযান। দিব্যরথ। ব্যোমযান। আকাশে ভ্রমণকারী রথ।
পিতৃযান। মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ।
পিতৃলোক।চন্দ্রালোকিত স্থানবিশেষ ! যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন !
প্রেক্ষাপট : 'শ্বেতাশ্বতরোপনিষদ্', প্রথম অধ্যায়, শ্লোক ৪, পৃষ্ঠা ৩৭৯-৩৮৯, গীতা প্রেস, গোরক্ষপুর, উত্তর প্রদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন