বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

মণিকুন্তলা সেন, কমিউনিস্ট নেত্রী।


মণিকুন্তলা সেন, কমিউনিস্ট নেত্রী।

ফেসবুক থেকে              শেয়ার করেছেন                          প্রণব কুমার কুণ্ডু

আমরা ভুগছি যুগ যুগ ধরে এদেশের ব্রাহ্মণ্য ধর্মের অপশাসনে। এরা হিন্দু সমাজের উপরে যে সামাজিক শাসন চালিয়ে এসেছে তার মারাত্মক ফল থেকে আজও আমরা উদ্ধার পাইনি। অর্ধশিক্ষিত জনসাধারণ এবং বিশেষ করে নারীসমাজকে পঙ্গু করে নিজেদের স্বার্থসাধনই ছিল তখনকার ব্রাহ্মণ শ্রেণীর উদ্দেশ্য। সে জন্য সমস্ত কুসংস্কারের বীজ তারা জনসাধারণের মনের মধ্যে রোপণ করেছিল, কালে কালে সে বীজ সহস্র ডালপালা মেলে বিষবৃক্ষের মতন মানুষের মনগুলোকে আঁকড়ে ধরে রইল। সমাজ জীবনে আজকের উৎকট অপসংস্কৃতির জন্ম এখান থেকেই।

                                                                                 ---  মণিকুন্তলা সেন, কমিউনিস্ট নেত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন