শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

মুসলিমদের কথা --- কারবালা প্রান্তরে


মুসলিমদের কথা --- কারবালা প্রান্তরে             
ফেসবুক থেকে         শেয়ার করেছেন        প্রণব কুমার কুণ্ডু




Nazmul Arefinগত দুই সপ্তাহে Nazmul এবং অন্যান্য 4,601 জন ইতিহাসের বিভিন্ন তথ্য যোগদান করেছেন। আপনার সম্প্রদায়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান! Pranab Kumar Kundu কারবালা প্রান্তরে হযরত হোসাইন (রা:) সাথে ইহুদিরা চক্রান্ত করে ইযা়যিদের যুদ্ধ লাগিযে় দেয়...মূলত তারা উভয়ে ছিল মুসলিম ....এ যুদ্ধে যারা ইযা়জিদের গোত্রের ছিল,  তারাই আজকের শিয়া....ইহুদিদের চক্রান্তে হোসাইন (রাঃ) হত্যার জন্য তারা আজ হায়হুতাস করে...
পরিচালনা করুন



Md Golam Yazdani Pranab Kumar Kundu স্যার লালবাগের এক শিয়া সম্প্রদায়ের বাড়িতে কিছু দিন থেকে বুঝেছি আপনার ধারণা কিছুটা হলেও ভুল। বিতর্কে যাচ্ছি না তবে কারনটা না বললেও নয়। তাই বলছি শিয়ারা নিজেদের ভাবে মহম্মদ সাঃ এর বংশধর সৈয়দ বংশ। আর এই ভাবনার ফলে সুন্নি মুসলিমদের ঘেন্নার চোখে দেখে। আর সুন্নি সম্প্রদায়ও বিরুপ প্রতিক্রিয়া দেখায়।






Nazmul Arefinগত দুই সপ্তাহে Nazmul এবং অন্যান্য 4,601 জন ইতিহাসের বিভিন্ন তথ্য যোগদান করেছেন। আপনার সম্প্রদায়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান! (সাঃ).....মহাম্মদের পুরো নাম..... ''হযরত মুহাম্মদ মুসতোফা সাল্লেলাহ হুযা়লাযে়স সাল্লাম''





Md Golam Yazdani "সাঃ" হচ্ছে মহম্মদ এর পুরো নাম । (সাঃ) বংশ না। মহম্মদ এর বংশধররা ছিলেন কোরায়েশ বংশের লোক। মহম্মদ এর ছেলে ছিলনা ঠিকই কিন্তু মেয়ে ছিল। পরবর্তী সময়ে মহম্মদ এর জামাতা হজরত আলী শেষ খলিফা সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন। আর হজরত আলীকে যারা বেশি করে মেনে চলে তারাই হচ্ছেন শিয়া সম্প্রদায়। মহম্মদ সাঃ বংশ কিন্তু তাতেও নির্বংশ হয় নি। তবে হ্যাঁ লোক মুখে শোনা যায় হজরত আলীর বংশ নির্বংশ করে দিয়েছিল য়াজিদ। নির্বংশের কথাটা সত্য না। এ নিয়ে অনেক কথা কথা আছে এভাবে fb আলোচনা সম্ভব না। ভালো থাকবেন স্যার ।





Nazmul Arefinগত দুই সপ্তাহে Nazmul এবং অন্যান্য 4,592 জন ইতিহাসের বিভিন্ন তথ্য যোগদান করেছেন। আপনার সম্প্রদায়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান! Pranab Kumar Kundu ইযা়জীদ সম্পর্কে আমার ধারণা কম সম্ভবত তখনকার সময়কার রাজা,,, গোত্র মানে বংশ,,,,মুসলমানদের একটাই জাতি তা হলো মুসলিম জাতি,,,,হোসাইন (রাঃ) পুরো নাম ঈমাম হোসাইন রাদি-আল্লাহু তাযা়লা.........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন