মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ত্রিশঙ্কু


ত্রিশঙ্কু

ত্রিশঙ্কু
সূর্যবংশীয় এক রাজা ছিলেন।
অযোধ্যা তাঁর রাজ্য ছিল।



ত্রিশঙ্কু।
ত্রি শঙ্কু ( দোষ ) যার।
ত্রিশঙ্কুর পিতা ত্রয়্যারুণ।
ত্রিশঙ্কুর পুত্র হরিশচন্দ্র।

পরকন্যা অপহরণে ত্রিশঙ্কুর পিতার অসন্তোষ
গোহত্যা
অসংস্কৃত মাংস ভক্ষণ
এই তিন দোষের জন্য
তাঁর নাম ত্রিশঙ্কু।
( সূত্র : 'হরিবংশ'। সংস্কৃত। ১৩তম অধ্যায়। )।

রামায়ণে আবার ত্রিশঙ্কুর পিতা
পৃথু।
পুত্র ধুন্ধুমার।
( রামায়ণ। কাশীনাথ পাণ্ডুরঙ্গ পরব -- সংস্কৃত। শাক ১৮১০। )।

ত্রিশঙ্কু
সশরীরে স্বর্গে যাবেন বলে কুলগুরু বসিষ্ট মুনিকে যজ্ঞ্অনুষ্ঠান করতে বলেন !
কিন্তু বসিষ্ট মুনি রাজি হন নি !

পরে ত্রিশঙ্কু
বিশ্বামিত্র মুনির শরণাপন্ন হন !
বিশ্বামিত্র মুনি যজ্ঞ্অনুষ্ঠান করলেন।
কিন্তু স্বর্গের দেবতারা
যজ্ঞের অংশভাগ গ্রহণ করলেন না ।

তখন বিশ্বামিত্র মুনি
স্বীয় তপস্যার বলে
ত্রিশঙ্কুকে
সশরীরে
স্বর্গের দিকে পাঠালেন।

দেবরাজ ইন্দ্র
ত্রিশঙ্কুর
স্বর্গপ্রবেশ আটকিয়ে দিলেন
এবং বললেন
'ত্রিশঙ্কু তুমি গুরুশাপহত
অতএব
অবাক্‌শিরা হয়ে
মাটির ওপর
আছড়িয়ে পড়ো'।

তখন বিশ্বামিত্র মুনি
ত্রিশঙ্কুর বিপদ বুঝে
ত্রিশঙ্কুকে
আকাশের কোন এক গোপন জায়গায়
অন্তরালে
অবস্থিত করলেন !

ত্রিশঙ্কু তখন থেকে
ওখানেই
সকলের অলক্ষ্যে
ঝুলে আছেন !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ১০৬৯।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন