ব্রহ্মবান্ধব উপাধ্যায়
ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
যার আদি নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
তিনি ক্যাথলিকদের পত্রিকা 'সোফিয়া'য়, রবীন্দ্রনাথকে, সর্বপ্রথম, 'বিশ্বকবি' ( 'world poet' ) আখ্যয়, আখ্যায়িত করেছিলেন।
Sophia. অর্থ, divine wisdom. বাংলায়, মূর্তিমতী দিব্যজ্ঞান !
তিনি আবার অন্যত্র, রবীন্দ্রনাথকে, 'গুরুদেব' আখ্যায়, সম্বোধিত করেছিলেন।
ভবানীচরণ, তাঁর নিজের নাম, তিনি নিজেই, 'ব্রহ্মবান্ধব উপাধ্যায়' রেখেছিলেন।
পরবর্তী জীবনে তিনি সর্বত্রই, ব্রহ্মবান্ধব উপাধ্যায় নামেই পরিচিত ছিলেন।
কলকাতার জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিউশনে, ভবানীচরণ, তাঁর সহপাঠী হিসাবে, নরেন্দ্রনাথ দত্তকে পেয়েছিলেন।
নরেন্দ্রনাথ দত্তও, তাঁর নিজের নাম, 'বিবেকানন্দ' রেখেছিলেন।
* সূত্র : 'ফেসবুক'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন