সত্যযুগ ত্রেতাযুগ দ্বাপরযুগ ও কলিযুগ
সম্ভবত সত্যযুগ, ত্রেতাযুগ, এই দুটি যুগের মতোই, দ্বাপর যুগও, অলৌকিক !
ঐ তিনটি যুগই, 'পৌরাণিক' গল্পের সমর্থনের জন্য, বানানো যুগ !
আসলে গল্পের যুগ !
সম্ভবত, ঐ তিনটি যুগের, কোন বাস্তবতা নেই !
যুগ তিনটি বাস্তবে ছিল না !
'পৌরাণিক' গল্পের প্রয়োজনে, ঐ তিনটি যুগকে, গল্পের আঙ্গিনায়, টেনে আনা হয়েছে !
'লৌকিক' যুগ, 'বাস্তব' যুগ, কেবল কলি যুগ !
আমরা সকলেই, কলি যুগের মানুষ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন