রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

বেদ ( তিন )


বেদ ( তিন )



বেদে
যে সকল
যজ্ঞ ইত্যাদির
অনুষ্ঠান প্রথা
কথিত
বর্ণিত
এবং বিহিত
আছে
কেবল সেইগুলিই কর্ম !

কিন্তু ঐগুলি
প্রকৃত কর্ম নয় !
কারণ সেইগুলিতে
চিত্তবিনিয়োগ করে
চিত্তনিবেশ
করতে হয় !

তাতে
ঈশ্বর আরাধনায়
একাগ্রতা আসে না !
বিঘ্নিত
হতে হয় !

ফলে
প্রকৃত কর্মযোগির পক্ষে
তা কর্মযোগের
কর্ম নয় !

বেদসকল
যাঁরা সংসারী
অর্থাৎ সংসারের সুখ খোঁজে
তাদের
অনুসরণীয় !

আমাদের কিন্তু
ত্রৈগুণ্যের
অতীত হতে হয় !

ত্রিগুণকে
মশা মারার তেল
স্প্রে করে
তাড়িয়ে দিতে হয় !



*শ্রীমদ্ভা./বঙ্কিমরচনা/বসুমতী-পৃষ্ঠা৪৯।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন