উদান বায়ু
সূর্য
এবং অগ্নির
তেজ থেকে উৎপন্ন
উষ্ণতা
উদান বায়ুর
বাহ্যস্বরূপ !
উদান বায়ু
শরীরের
প্রান্তিক অঙ্গপ্রত্যঙ্গগুলিকে
শীতল হতে দেয় না !
শরীরের
অভ্যন্তরীণ উষ্ণতাও
বজায় রাখে !
শরীর থেকে
উদান বায়ু
বেরিয়ে গেলে
শরীর গরম থাকে না !
ঠাণ্ডা হয়ে যায় !
জীবাত্মা তখন
মনে
বিলীন হয়ে যান !
জীবাত্মা
মন সহ
সমস্ত ইন্দ্রিয়গুলির শক্তি সঙ্গে নিয়ে
উদান বায়ুর সাথে
অন্য কোন জীব শরীরে
কোন নবসৃষ্টমুখী জীবের জড়-শরীরে
স্থানান্তরে
গমন করেন !
কাজেই দেখা যাচ্ছে
আমাদের চিরাচরিত বিশ্বাস ভেঙ্গে যাচ্ছে !
জীবাত্মা একা
একাকী
অন্য শরীরে
যান না !
জীবাত্মা
মন সহ
সমস্ত ইন্দ্রিয়গুলির শক্তি সঙ্গে নিয়ে
উদান বায়ুকে সাথে নিয়ে
উদান বায়ুতে ভর দিয়ে
উদান বায়ুতে ভর দিয়ে
অন্য জীব শরীরে
স্থানান্তরে গমন করেন !
উদান বায়ু।
আমাদের শরীরের
কণ্ঠস্থিত বায়ু !
উদান বায়ু।
আমাদের শরীরের
কণ্ঠস্থিত বায়ু !
* সূত্র : 'প্রশ্নোপনিষদ্', অথর্ব বেদের পিপ্পলাদ-শাখার ব্রাহ্মণভাগের অন্তর্গত, তৃতীয় প্রশ্নের শ্লোক সংখ্যা নয়, গীতা প্রেসের ব্যাখ্যা অবলম্বনে লিখিত, পৃষ্ঠা সংখ্যা ১৬৬ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন