স্বপ্ন দেখা
স্বপ্নাবস্থায় জীবাত্মা
মন
এবং ইন্দ্রিয়গুলি দ্বারা
নিজ বিভূতি
অনুভব করেন !
পূর্বে দেখেছেন
পূর্বে শুনেছেন
পূর্বে অনুভব করেছেন
সেই সব গুলির
কিছু অংশ
বা খণ্ডিত টুকরো টুকরো অংশ
বা বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার একসাথে জুড়ে দেওয়া অংশ
এবং একটার সাথে আরেকটার মিলিঝুলি অংশ
পুনরায় দেখেন
পুনরায় শোনেন
পুনরায় অনুভব করেন !
স্বপ্নাবস্থায় জীবাত্মা
দৃষ্ট
এবং অদৃষ্টকে
দেখেন !
পূর্বে শোনা কথা
কিংবা না শোনা কথাও
শোনেন !
অনুভূত এবং অননুভূতকেও
অনুভব করেন !
যে সব জিনিস
বাস্তবে বিদ্যমান ছিল
এবং যে সমস্ত জিনিস
বাস্তবে বিদ্যমান কখনও ছিল না
বা আগে একদমই দেখা যায় নি
তাও
স্বপ্নে এসে যায় !
* সূত্র : 'প্রশ্নোপনিষদ্', অথর্ব বেদের পিপ্পলাদ-শাখার ব্রাহ্মণভাগের অন্তর্গত, চতুর্থ প্রশ্নের শ্লোক সংখ্যা পাঁচ, গীতা প্রেসের ব্যাখ্যা অবলম্বনে লিখিত, পৃষ্ঠা সংখ্যা ১৭২-১৭৩ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন