আমরা কী তত্ত্বত শ্রীরামকৃষ্ণকে জানি ?
আমরা কী তত্ত্বত শ্রীরামকৃষ্ণকে জানি ?
শ্রীরামকৃষ্ণকে ঈশ্বরের অবতার বলে মানি ?
ওগুলো সব শ্রীরামকৃষ্ণের সঙ্গিদের প্রচার !
বিবেকানন্দ কিন্তু বলেছিলেন
তিঁনি কেবল শ্রীরামকৃষ্ণকে
তাঁর গুরু বলে মেনেছিলেন !
বিবেকানন্দের ধারণায়
শ্রীরামকৃষ্ণ অদৃশ্যে থেকে
তাঁকে অভয় জুগিয়েছিলেন !
আমরা আর কি পাই ?
অবতারদের জগতে কিন্তু
শ্রীরামকৃষ্ণের নেই কোন ঠাঁই !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন