ব্রহ্মপুত্র-ব্রহ্মপুত্রী
ব্রহ্মপুত্র।
সনকাদি চার ঋষিগণ !
মরীচি। সপ্তর্ষিদের মধ্যে একজন ! দশ প্রজাপতিদের মধ্যে একতম !
নারদ। একজন দেবর্ষি !
ব্রহ্মার রেতঃ থেকে উঁনাদের সকলের উৎপত্তি !
ব্রহ্মপুত্রী।
সরস্বতী !
কাজেই সনকাদি ঋষিগণ
মরীচি
নারদ
ও সরস্বতী
ভাই-বোন !
এখনো রাখি পূর্ণিমার তিথিতে
সরস্বতী
ওঁনাদের সকলকে
রাখি পরান !
আর দ্বিতীয়ার ভাইফোঁটা তিথিতে
সরস্বতী
সকলকে একসাথে
সারি দিয়ে বসিয়ে
একেএকে ফোঁটা দিয়ে
ভোজ খাওয়ান !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন