হিন্দুশাস্ত্র
হিন্দুশাস্ত্র।
পুরাতন ভারতবর্ষের, শ্রেষ্ঠ ব্যক্তিরা, জ্ঞানমার্গ্অবলম্বী ছিলেন !
শাস্ত্র অনুযায়ী, জ্ঞানমার্গীদের কর্ম নাই !
তাই জ্ঞানমার্গীরা, সকল কর্মে, বীতশ্রদ্ধ ছিলেন !
সেই দৃষ্টান্তের অনুবর্তী হয়ে, প্রাচীন ভারতবর্ষে, প্রায় সমস্ত ভারতবর্ষীয়রাই, কর্মে অনুরাগশূন্য হয়ে গিয়েছিলেন !
সুতরাং অকর্মা লোকজনে, ভারতবর্ষ, প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল !
ফলে ভারতবর্ষ অধঃপতিত হয়ে গিয়েছিল !
এখন মোদিজির আমলে, আবার ঊর্ধ্বপাতন প্রক্রিয়া শুরু হয়েছে !
আরএসএস-এরও তাতে সম্মতি রয়েছে !
ভারত এবার, হিন্দুত্বের ভারত আবার, জগৎসভায়, শ্রেষ্ঠ আসন লবে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন