প্রেমবিকাশের স্তর
প্রেমবিকাশের প্রথম স্তরের নাম
আলাপন।
আলাপনে আলাপনে
মনের সাথে মনের
সন্ধি স্থাপন !
তখন
আলাপী-আলাপিনীর
সুখী বদন !
আরও সুখী মন !
প্রেমবিকাশের দ্বিতীয় স্তরের নাম
স্নেহ !
স্নেহ।
ভালোবাসা।
প্রীতি।
প্রেমবিকাশের তৃতীয় স্তরের নাম
মান !
মান।
সমাদর !
মনে মনে
মন চায়
মনকে করতে আদর !
প্রেমবিকাশের চতুর্থ স্তরের নাম
প্রণয় !
প্রণয়।
অনুরাগ।
সৌহার্দ।
আর প্রেম !
তখন
প্রণয়ী-প্রণয়িনীর
মনে
ভবিষ্যতের বীজ
বপন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন