শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

সত্তা নয় একটুও ম্রিয়মাণ


সত্তা নয় একটুও ম্রিয়মাণ



ক্রূরতম ভূতও
নিষ্ঠুর প্রেতও
পিশাচ পিশাচেরাও
খোক্কস রাক্ষসেরাও
সেই একই তত্ত্বজ্ঞানের অধিকারী !

সৌমতম সাধু
গান্ধিজির মতো মহাত্মা
হিন্দুশাস্ত্রগুলির তত্ত্বজ্ঞেরা
জীবন্মুক্ত জীব সকল
ভগবৎপ্রেমিরাওদের মধ্যেও

সেই একই সত্তা বিদ্যমান !
সত্তা নয় একটুও ম্রিয়মাণ !
ম্রিয়মাণ = মরণাপন্ন।
= কাতর।
= বিষাদগ্রস্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন