সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

রানি রাসমণি ও দুর্গা পূজা


রানি রাসমণি ও দুর্গা পূজা



 এক সময় দূর্গাপুজো কে বাবু সংস্কৃতি খুবই বিশ্রী ভাবে গ্রাস করেছিল। 
দুর্গাপুজায় সাহেবদের আনাগোনা ছিল। 
তাদের খুশি করার জন্য বাইজি নাচ 
হোটেল থেকে গরু শুকরের মাংস রান্না করিয়ে আনিয়ে ভক্ষণ 
আকন্ঠ মদ্যপান ইত্যাদি 
সবই চলত।

রানি রাসমণি 
প্রথম 
সেই বাবু সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে 
দূর্গাপুজা কে একটি পরিচ্ছন্ন রূপ দিয়েছিলেন।



* সূত্র : রানা চক্রবর্তী, ফেসবুক।




এক সময়ে বাঙালিদের চরিত্র ইংরেজরা নষ্ট করেছিল



এক সময়ে 
বাঙালিদের চরিত্র 
ইংরেজরা 
নষ্ট করেছিল !

আর সেই সময়ের
বাঙালিরা
তাদের চরিত্র

নষ্ট করতে দিয়েছিল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন