রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

জগতের সমস্ত প্রজাই পঁচিশ জনের দ্বারা উদ্ভূত


জগতের সমস্ত প্রজাই পঁচিশ জনের দ্বারা উদ্ভূত



সাতজন মহর্ষি
তারও পূর্বের চারজন সনকাদি ঋষি
স্বায়ম্ভুব প্রমুখ চতুর্দশ মনু
এঁরা সকলেই
ঈশ্বরের
সঙ্কল্প থেকে উৎপন্ন !

জগতের সমস্ত প্রজাই
ঐ পঁচিশ জনের দ্বারা
উদ্ভূত !



* সূত্র : গীতা, দশম অধ্যায়, শ্লোক ৬।



সাতজন মহর্ষি :
মরীচি
অঙ্গিরা
অত্রি
পুলস্ত্য
পুলহ
ক্রতু
বশিষ্ঠ।



সনকাদি ঋষি :
সনক
সনন্দন
সনাতন
সনৎকুমার।



বর্তমান কল্পের মনুদের নাম :
স্বায়ম্ভুব
স্বারোচিষ
উত্তম
তামস
রৈবত
চাক্ষুস
বৈবস্বত
সাবর্ণি
দক্ষ সাবর্ণি
ব্রহ্ম সাবর্ণি
ধর্ম সাবর্ণি
রুদ্র সাবর্ণি
দেব সাবর্ণি
ইন্দ্র সাবর্ণি।
( বিভিন্ন পুস্তকে এঁনাদের নামের ভেদ পাওয়া যায় ! )।



সূত্র : 'তত্ত্ববিবেচনী, গীতা প্রেস, পৃষ্ঠা ৩৭১-৩৭৪।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন