জগতের সমস্ত প্রজাই পঁচিশ জনের দ্বারা উদ্ভূত
সাতজন মহর্ষি
তারও পূর্বের চারজন সনকাদি ঋষি
স্বায়ম্ভুব প্রমুখ চতুর্দশ মনু
এঁরা সকলেই
ঈশ্বরের
সঙ্কল্প থেকে উৎপন্ন !
জগতের সমস্ত প্রজাই
ঐ পঁচিশ জনের দ্বারা
উদ্ভূত !
* সূত্র : গীতা, দশম অধ্যায়, শ্লোক ৬।
সাতজন মহর্ষি :
মরীচি
অঙ্গিরা
অত্রি
পুলস্ত্য
পুলহ
ক্রতু
বশিষ্ঠ।
সনকাদি ঋষি :
সনক
সনন্দন
সনাতন
সনৎকুমার।
বর্তমান কল্পের মনুদের নাম :
স্বায়ম্ভুব
স্বারোচিষ
উত্তম
তামস
রৈবত
চাক্ষুস
বৈবস্বত
সাবর্ণি
দক্ষ সাবর্ণি
ব্রহ্ম সাবর্ণি
ধর্ম সাবর্ণি
রুদ্র সাবর্ণি
দেব সাবর্ণি
ইন্দ্র সাবর্ণি।
( বিভিন্ন পুস্তকে এঁনাদের নামের ভেদ পাওয়া যায় ! )।
সূত্র : 'তত্ত্ববিবেচনী, গীতা প্রেস, পৃষ্ঠা ৩৭১-৩৭৪।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন