1 আগস্ট, 2019
সবাই এর সাথে শেয়ার করা হয়েছে
"বীরের জাত #মাতুয়া সমাজের প্রতি "
--- বঙ্গবন্ধ মুজিবের আব্বা শেখ লুৎফার ও মা গৌরী বালার জারজ কোলকাতা দাঙ্গার সময় ছুরি হাতে করে ঘুরতো ।
নমঃসমাজের অন্তর্ভূক্ত ছিল প্রাক্ মুজিবের পরিবার ।
লুৎফার পরবর্তী মুসলমানরাই নমঃদের সেই টুঙ্গিপাড়ার #শ্রী রামকান্দি আজ নাম বদল করে করেছে #ছেরামকান্দি !!
ঢাকার #মহাকালী আজ করেছে মহাখালী !!
তারা যখন মুসলমান নেতাকে(সুবাবার্দি) ক্ষমতায় পেল
তাদের মনোবল বাড়লো কোটি গুণ । তারা আওয়াজ তুললো ----" জিন্না আনলো পাকিস্তান গান্ধী গেল মারা , হিন্দু গেল হিন্দুস্থান, চাড়াল কে এবার সরা ! "
দেশ ভাগের পর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য নাতি শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় ঠাকুর নগরে জায়গা পান । তৈরী বাড়ির নাম রেখেছন --"Exile "বা নির্বাসন । এই বাড়ির নাম করণের মধ্য দিয়ে তিনি নমঃসমাজের কাছে বার্তা দিলেন।
ওড়াকান্দিই তাঁর জন্ম স্থান , ঠাকুর নগর তাঁর নির্বাসন ।
কে বা কারা তাঁদেরকে নির্বাসনে বাধ্য করলো ???--- বীর, শিক্ষিত, যোদ্ধা জাত নমঃসমাজের কাছে
আজ একটাই প্রশ্ন -- আর কতদিন এভাবে চলবে ???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন