শাস্ত্রকথা
আমাদের মৃত্যুর সময়, আমাদের ইন্দ্রিয়গুলির 'অনুভূতি', মনে 'লয়' পায় !
মন 'লীন' হয় প্রাণে !
আত্মা দেহ থেকে 'নিষ্ক্রান্ত ' হন !
নিষ্ক্রান্ত হওয়ার সময়, মনের খানিকটা, এবং প্রাণের কিছুটা অংশ, 'আত্মা', তাঁর অনুভূতিতে, সঙ্গে নিয়ে যান !
ঐ সময়ে, সূক্ষ্মদেহের ধারকসূত্র হিসাবে, আত্মা, কিছু সূক্ষ্ম উপাদানও সংগ্রহ করেন !
আত্মা, পরে, অন্যদেহে, আশ্রয় নেন !
দেহব্যতীত, 'প্রাণের' 'সত্তা' থাকে না !
প্রাণেও, 'সংস্কারসমূহ', 'প্রশ্রয়' আর 'আশ্রয়' পায় !
নতুন শরীরে প্রবেশ করলে, প্রাণ, সেই সংস্কারগুলি, ফেলে দেন !
মনের সংস্কারগুলি, অবিশ্যি, মনেই থেকে যায় !
মন, প্রাণ এবং আত্মার সামঞ্জস্য বিধান থাকলে, 'সাত্ত্বিক' মানুষ সৃষ্টি হন !
তবে নতুন দেহ, নতুন মস্তিষ্ক, সৃষ্টি হয় !
* 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ১৪৫, অবলম্বনে লিখিত !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন