মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

গুরুতল্প গমন


গুরুতল্প গমন



গুরুতল্প গমন।
'গুরুতল্প' অর্থাৎ, গুরুর ভার্যা। গুরুতল্প গমন। অর্থাৎ, গুরুর ভার্যা গমন ! তল্প। দার। পত্নী। ভার্যা।
গমন। উপভোগ। স্ত্রীসম্ভোগ !
শাস্ত্রে, 'গুরুপত্নীগমন', 'গুরুস্ত্রীগমন'.এই সব শব্দগুলি দেখতে পাওয়া যায় !
তাহলে কি গুরুগৃহে, অন্তত কিছু কিছু শিষ্যেরা, 'ব্রহ্মচর্য' পালন করত না ?
তারা চরিত্রহীন ছিল ?
সূত্র: মনু ১১.৫৯
      ক.সা ২০.১৫৪
আর গুরুমা-রাও কিনা ছিলেন চরিত্রহীনা !
গুরুপত্নীগামী নাকি মহাপাতকি !
সূত্র:  মনু ৯.২৩৫
ওটা বিমাতৃগামীর সমতুল্য !
সূত্র: বিষ্ণু ৪৫.৬
      মনু: ১১.১০৪

গুরুতল্পব্রত !
এই ব্রত করার কথা শাস্ত্রে বলা আছে !
পিতৃব্যপত্নী বা পিতৃব্যদার গমনে, ভ্রাতৃজায়া বা ভ্রাতৃভার্যাগমনে, এই ব্রত অনুষ্ঠানরূপ  'প্রায়শ্চিত্ত' করার কথা বলা আছে !

আহা ! কি মধুর ব্রত !!

অন্যস্ত্রীগমন।
সূত্র: গো.রা ৩.১৩.৬

অন্ত্যাগমন। সম্ভবত ওটা নীচজাতিতে গমন।
গোগমন।
পশুগমন।
সূত্র: বিষ্ণু ৫.৪০ - ৪৪

দুহিতাগমন।
সূত্র: ম ১০৬৫

পরবধূগমন।
সূত্র: শি ১০
      ভা. চ ১৯৭

মনু। মনুসংহিতা। যোগেন্দ্রনাথ বিদ্যারত্ন -সংশোধিত।
ক.সা। কথাসরিৎসাগর। দ্বিতীয় সংস্করণ। শক ১৮২৫। সোমদেব ভট্ট রচিত সংস্কৃত উপদেশমূলক গল্পের বি।
বিষ্ণু। বিষ্ণুসংহিতা।
গো.রা। রামায়ণ। By Gaopare Gorresio
ম। কাশীদাসী মহাভারত। বঙ্গবাসী। দ্বিতীয় সংস্করণ।
শি। শিবায়ন। বঙ্গবাসী। দ্বিতীয় সংস্করণ। ১৩১০
ভা. চ। ভারতচন্দ্র গ্রন্থাবলী। বঙ্গবাসী। ১৩০৯।

* সার্বিক সূত্র: 'বঙ্গীয় শব্দকোষ'। পৃষ্ঠা ৭৭০, ৮০৭।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন