রবিবার, ১৯ মার্চ, ২০১৭

পরমদেব পরমেশ্বরের বিরাটরূপ


পরমদেব পরমেশ্বরের বিরাটরূপ



অর্জুনের দেখা, বিরাটরূপ পরমদেব পরমেশ্বরের কোন মূর্তি তৈরি হয় নি !
অতবড় মন্দিরের নির্মাণও কোনো দিনও সম্ভব হবে না !
ওটা তো পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে হবে, আর পৃথিবী ছাড়িয়ে, পৃথিবীর বাইরেও চলে যাবে !
কাজেই পরমেশ্বরের বিরাতরূপের পূজা-আর্চাও হয় না !
সেই মূর্তি পূজা করার কোনও 'বিরাট' পুরুতঠাকুরও এখনো জন্মায় নি !
পুরনো ব্রাহ্মণপুরুতদের ব্যবসাবাসনাও অতদূর পর্যন্ত গড়ায়নি !
সেই  বিরাটরূপ পরমদেব পরমেশ্বরকে কেমন দেখতে ?
সেটা পরমেশ্বরের 'বিশ্বরূপ' !
অসংখ্য মুখ !
অনেক নেত্র !
তার মধ্যে, প্রধান দুই নেত্র,  'চন্দ্র'  ও  'সূর্য' !
অসংখ্য অদ্ভুত আকৃতি !
বহু দিব্যভূষণ পরিহিত !
তাঁর বহু দিব্যঅস্ত্র !
দিব্যমালা !
দিব্যবস্ত্র !
তাঁর সারা শরীরে দিব্যগন্ধ !
যত  'দিব্য' আছে, সব 'ফালতু' !
দিব্যর কোন  existenceই  নেই !
ওটা, আত্মা,  ঠাকুরদেবতা,  ঈশ্বর,  পরমেশ্বরের মতন,  অস্তিত্বহীন !
তিনি,  'সর্বাশ্চর্যযুক্ত'   'অনন্ত'   ও   'সর্বতোমুখ'বিশিষ্ট !
ঐ অতগুলো মুখ দিয়ে যখন গালি পাড়বে, তখন বুঝবে !



* সূত্র : 'তত্ত্ববিবেচনী', পৃষ্ঠা ৪১৪।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন