শিব
শিব, দেবতাত্রয়ের অন্যতম !
শিব সৃষ্ট হয়ে তপস্যায় বসে যান !
তপস্যায় উন্নতিলাভ করে, তিনি যোগিবেশ ধারণ করেন !
শিব বাঘের চামড়া পরতেন !
জ্যান্ত সাপ দিয়ে, সেই চামড়া, কোমরে কোষে বাঁধতেন !
অনেকগুলি জ্যান্ত সাপ হত, শিবের উত্তরীয় !
শিব হিমালয়ের উত্তর-পূর্বে, কৈলাস পর্বতে থাকতেন !
শিবের উত্তরীয়ের জ্যান্ত সাপগুলোর চর্বি, শিবের শরীরকে, গরম রাখতো !
শ্মশানের ভস্ম, শিবের বিভূতি !
নন্দী পার্শ্বচর !
শিব ছিলেন, মহামুনি অত্রির শিষ্য !
শিব সকলধরণের অস্ত্রশস্ত্রে পারদর্শী !
তবে ত্রিশূল, শিবের পছন্দমতো প্রধান অস্ত্র !
শিবের ধনুক পিনাক ! যুদ্ধের সময়, শিব দরকার মতো, পিনাক ধনুক ব্যবহার করতেন ! ঐ ধনুকের সাহায্যে 'শর' ছুঁড়তেন !
অন্য সময়ে, পিনাক, বাদ্যযন্ত্র হিসাবে, ব্যবহৃত হত !
শিবের পাশুপত অস্ত্র ছিল বিখ্যাত ! ওটি অমোঘ অস্ত্র !
ত্রিপুর অসুরকে বিনাশ করে, শিব, ত্রিপুরারি !
বিষ্ণুর সহায়তায়, শিব, জলন্ধর অসুরকে বধ করেন ! অসুরের শরীরটা যেখানে পড়েছিল, সেই জায়গাটা এখন, পাঞ্জাবের জলন্ধর !
শিব কিন্তু, বাণাসুরকে সাহায্য করতে, নিজে, এখনকার আসামের শোনিতপুরে, গিয়েছিলেন ! কিন্তু সেখানে শ্রীকৃষ্ণের কাছে 'গোহারা' হয়ে, হেরে গিয়েছিলেন !
তাতে,শিব, লজ্জা পেয়েছিলেন ! বাঘবস্ত্র ছেড়ে, হাতির, কালো চর্ম পরেছিলেন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন