মান্ধাতা যুবনাশ্ব দেবতারা ও খেঁকশিয়ালি
মান্ধাতা, তার পিতা, যুবনাশ্বের পেটের মধ্যে, দই মেশানো ভয়সা ঘি থেকে, উৎপন্ন হয়েছিল !
দেবতারা, যুবনাশ্বের 'পাশ' চিরে, মান্ধাতাকে, বের করে এনেছিল !
ওটা caesarean section অপারেশন ছিল না !
ওটা ছিল, lateral incision অপারেশন !
তারপর, মান্ধাতাকে, একদিন, একটা পাগলা খেঁকশিয়ালি কামড়েছিল !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন