নির্বিকল্প সমাধি !
নির্বিকল্প সমাধি!
ঠিক ঠিক নির্বিকল্প সমাধি হলে
কি হয় ?
যোগী আর একুশ দিন মাত্র
জীবিত থাকে !
তারপর তাঁর দেহটা ঝরে যায় !
তখন কি হয় ?
তখন তাঁর নিঃশ্বাস
ক্রমে ক্রমে
নিঃশেষ হয়ে যায় !
তারপর যোগী
আর কি পায় ?
যোগী
পুরোপুরি
'নির্বিকল্প' সমাধি
পায় !
সেই সমাধিতেই ষোগী
থেকে যায় !
থেকে যায় !
ঠায় !
* সূত্র : 'স্বামী বিবেকানন্দে বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ৯৯।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন