সামাজিক ধরণ ধারণ
এর মধ্যে আমার শ্রদ্ধেয় শ্বশুর মহাশয়ের মৃত্যু হল !
আমার শ্বশুরবাড়ির তরফে, কেউ, সেই মৃত্যুসংবাদ, আমাকে দিল না !
আমি সেই বাড়ির তিনজন জামাই-দের মধ্যে একজন, মধ্যম জামাই !
আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে, কেউ, সেই মৃত্যু সংবাদ, আমাকে জানাল না !
যদিও,'বায়'-এর আগে নাকি ( মৃত্যু ) বার্তা ছোটে ! [ তারাশঙ্কর ] !
বায়।
'বায়ু''র কোমল রূপ ! বাতাস !
মৃত্যুসংবাদ আমি পেয়েছিলাম !
তবে ঘুর পথে !
তাই বলছিলাম, সামাজিক ধরন ধারণ কত বদলিয়ে গেছে !
আমি আশ্চর্য হই নি !
আপনারা কি আশ্চর্যান্বিত হচ্ছেন ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন