রবিবার, ১৯ মার্চ, ২০১৭

মন


মন



আমাদের 'মনের' ওপর,  নির্দ্বিধায়,  আধিপত্য বিস্তার,  এবং আধিপত্য,  বিজয় করা চাই !

মনকে সামগ্রিকভাবে একাগ্র করা, আবার মনকে বিযুক্ত করার, কলা-কুশলও জানা চাই !

মনের ক্ষমতা,  'মনুষ্যত্বের'  ক্ষমতা !
মনের ক্ষমতা,  'মনীষার,   ক্ষমতা !
মনের ক্ষমতা, 'প্রাণের', ক্ষমতা !
মনের ক্ষমতা, 'আত্মার', ক্ষমতা !

মনের বিজ্ঞান,  'মনোবিজ্ঞান' !
মনের বিদ্যা, 'মনোবিদ্যা' !

শাস্ত্রমতে, 'প্রাণায়াম' থেকেই, মনোবিজ্ঞান, মনোবিদ্যার, জয়যাত্রা শুরু.....



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ১৪৪।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন