সোমবার, ২৭ মার্চ, ২০১৭

অ্যান্টার্কটিকা


অ্যান্টার্কটিকা



দক্ষিণের মেরু কেন্দ্রের প্রায় নিকটে অ্যান্টার্কটিকা [ Antarctica ] মহাদেশ,  পৃথিবীর সব অক্ষীয় কাল্পনিক রেখাগুলি, ওখানে একসাথে মিলিত হয়েছে।

অ্যান্টার্কটিকা, স্থায়ী  অধিবাসী শূন্য।

অস্থায়িভাবে ৫০০০ থেকে ১০০০জন মানুষ, গবেষণার জন্য সাধারণত ওখানে থাকেন।

এশিয়া, আফ্রিকা,  উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পর অ্যান্টার্কটিকা মহাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম !
অস্ট্রেলিয়া মহাদেশ থেকে আয়তনে প্রায় দ্বিগুণ !

অ্যান্টার্কটিকা শীতলতম এবং শুষ্কতম মহাদেশ !

পেঙ্গুইন, সিল জন্তু দেখতে পাওয়া যায়।
১৮৯০-এর দশকে,  স্কট মানচিত্র বিশারদ, জন জর্জ বার্থোলোনিউ  প্রথম,  এই সর্বদক্ষিণের মহাদেশটিকে, "অ্যান্টার্কটিকা" বলে অভিহিত করেন এবং আনুষ্ঠানিক ভাবে নামকরণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন