শনিবার, ১১ মার্চ, ২০১৭

লিমেরিক [ তেরো ]


লিমেরিক [ তেরো ]


কুম্ভকর্ণের ঘট বা কলসের মতন দুই কানের পত্রক !
কানের ভেতরে 'পুঁজ' হলে   সেই পুঁজ  কানের ভেতর থেকে
 কানের বাইরে বেরিয়ে এসে   সেই 'ঘটে' জমা থাকত !
পুঁজের পচন ধরতো !  চারদিকে গন্ধ ছড়াত !
সেই গন্ধ থেকে বাঁচতে  কুম্ভকর্ণ দিনরাত  শুধু ঘুমাত শুধু ঘুমাত !



*কানের পত্রক pinna. [ L.  feather ]. That part of the ear which is external to the head ; the auricle.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন