মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

পৈতে


পৈতে



সুতোর পৈতে পরা, কে বা কারা প্রথম চালু করেছিল, তা জানা যায় না !

বেদে কোথাও সুতোর পৈতে পরার কথার উল্লেখ নেই !

নলখাগড়ার গাছের পাতার তৈরি পৈতের ( উপবীতের ) কথার উল্লেখ আছে !

বড়জোর, মুঞ্জতৃণের তৈরি উপবীত !

গুরুগৃহে বেদ অধ্যয়নের জন্য গেলে, প্রথমেই, গুরুদেব, শিষ্যের কোমরে, 'ত্রিরাবৃত্ত' 'মৌঞ্জমেখলা' ( মুঞ্জঘাস নির্মিত মেখলা বা উপবীত ) বেঁধে দিতেন ! ঐ মৌঞ্জমেখলাতে শিষ্যের কৌপীন ( ল্যাঙট-এর মতন, কপনি ) জড়ানো হত !

ঐ মৌঞ্জমেখলাই ছিল, আসলে, আসল পৈতে বা উপবীত !

তখনই শিষ্যের, 'উপনয়ন' হয়ে যেত !



সূত্র  'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ৫১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন