বুধবার, ৮ মার্চ, ২০১৭

উদ্বোধন


উদ্বোধন



'উদ্বোধন' পত্রিকার নামকরণ করেন, স্বয়ং স্বামী বিবেকনন্দ !

১৩০৫ বাংলা সালের ১লা মাঘ, উদ্বোধন পত্রিকা, পাক্ষিক পত্রিকা হিসাবে, প্রথম প্রকাশিত হয় !

পত্রিকার প্রস্তাবনায়, স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, "ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণ এই পত্রে প্রবন্ধাদি লিখিবেন"।

সেই সময়, স্বামী ত্রিগুণাতীতের ওপর, পত্রিকাটির  পরিচালনার ভার পড়েছিল !

রামকৃষ্ণদেবের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণ ছাড়া, কেউ, 'উদ্বোধন'-এ লেখা পাঠাবেন না !

ওঁনারা ছাপবেন না !

বর্তমান রামকৃষ্ণ মিশনের সঙ্গে সংশ্লিষ্ট এবং সংপৃক্ত ব্যক্তিবর্গ ছাড়া, অন্যরা,  উদ্বোধনে প্রকাশের জন্য লেখা ইত্যাদি পাঠাবেন কিনা, তা আপনারা নিজেরাই ঠিক করবেন !

তবে, আমি আমার অভিজ্ঞতা এবং আমার জানার পরিধিতে, বিবেচনায়, ঐ তথ্য জানালাম !

কেননা, সেই 'ট্রাডেশন', এখনো সমান তালে চলছে !

উদ্বোধন পত্রিকাটি, এখন, মাসিক পত্রিকা হিসাবে, ১১৯ বছর ২ মাস ধরে চলছে !

এখন মাসিক প্রকাশ-সংখ্যা, ১ লক্ষ ছাড়িয়ে গেছে !

পত্রিকার প্রচারও দারুন রয়েছে !

ফলে পত্রিকাটি, খুব ভালো ব্যবসা করছে !

কাজেই, প্রকাশ-সংখ্যা, আরো আরো বেড়ে যাবে !

'রামকৃষ্ণ মিশনের' উদ্বোধন পত্রিকার বর্তমান দাম, কুড়ি টাকা প্রতি সংখ্যা ! প্রতি মাসের সাধারণ সংখ্যার পৃষ্ঠা সংখ্যা ৭২।



* সূত্র  'স্বামীজীর বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ১৭৩।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন