সোমবার, ১৩ মার্চ, ২০১৭

স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রা


স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রা



মহীশূরের রাজা, রামনাদের রাজা, ক্ষেত্রীর রাজা প্রভৃতিরা,  এবং আরও  কয়েকজন বিবেকানন্দের বন্ধুস্থানীয়, স্থানীয় ব্যক্তি, কয়েক জন খ্রিস্টান ভদ্রলোক, ইত্যাদিরা,  অর্থ সাহায্য দিয়ে, স্বামী বিবেকানন্দকে আমেরিকার শিকাগো শহরের বিশ্বধর্মসম্মেলনে পাঠিয়েছিলেন !

প্রথম ক্ষেপে, বিবেকানন্দ আমেরিকায়, তিন বছর ছিলেন !

বিবেকানন্দ, বস্টন, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, বাল্টিমোর, ওয়াশিংটন, ডেসমোরিন, মেমফিস এবং অন্যান্য স্থানেও গিয়েছিলেন !

বিশ্বধর্মসম্মেলনে, স্বামী বিবেকানন্দ, প্রচার করেছিলেন, ভারতীব সনাতন ধর্মের, অর্থাৎ  'হিন্দু' ধর্মের 'দার্শনিক' তত্ত্ব, ধর্মের বাহ্য অনুষ্ঠানগুলির মধ্যে, যেগুলি সারবস্তু, সেগুলিই !

বিবেকানন্দ এও বলেছিলেন, যে, বিশ্বের সকল ধর্মমতের মধ্যে,  ভারতের সনাতন হিন্দুধর্মই একমাত্র সর্বাপেক্ষা পরধর্ম সহিষ্ণু ! এবং উদার !



* সূত্র 'স্বামীজীর বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ৪৪৬, ৪৪৭।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন