সোমবার, ৬ মার্চ, ২০১৭

অষ্টক্ষীর


অষ্টক্ষীর



অষ্টক্ষীর।

১। গাভির দুধের ক্ষীর।
২। মেষীর দুধের ক্ষীর।
৩। ছাগীর দুধের ক্ষীর।
৪। মহিষীর, অর্থাৎ স্ত্রী-মহিষ-এর, দুধের ক্ষীর।
৫। দুগ্ধপোষ্য, কোলের শিশু সন্তান থাকা,  মনুষ্য-নারীর, বুকের দুধের ক্ষীর।
৬। হস্তীনীর দুধের ক্ষীর।
৭। অশ্বীর দুধের ক্ষীর।
৮। উষ্ট্রীর দুধের ক্ষীর।

ঐ ধরণের আটপ্রকার দুধের ক্ষীরগুলোর মধ্যে, যেগুলো এখনো বাজারে কিনতে পাওয়া যায় না, তাও, খুব শিগগিরি, রঙচঙা সিল প্যাকেটে, কিনতে পাওয়া যাবে !
কেনার সময় Date দেখে কিনবেন। না হলে ঠকবেন ! এবং পরে পস্তাবেন !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন