সোমবার, ২০ মার্চ, ২০১৭

ব্রাহ্মমুহূর্ত


ব্রাহ্মমুহূর্ত



ব্রাহ্মমুহূর্ত।

সূর্য 'উদয়ের'  ঠিক আগে, বা অল্পক্ষণ আগে !

কথায় বলে দুই  'দণ্ড'  কাল !
'দণ্ড' কি তা আমরা জানি না !
তবে ওটা 'বাদ' থাক !
ভারতীয় ঐতিহ্য, ভেসে যায় তো যাক !

'ব্রাহ্মমুহূর্ত', কারো কাছে বা , 'সূর্য' উদয়ের  'পূর্ব মুহূর্ত' !
'মুহূর্ত'  নিয়ে তো আবার আপনার  'ধন্দ'  লাগবে !
তবে  'ওটা'  আপনার কাছেই,  'তোলা'  থাক !

তবে  'ব্রাহ্মমুহূর্তে',  আমরা অনেকেই ঘুমিয়ে থাকি !

যখন ঘুম থেকে উঠি,  তখন বাড়ির পোষা বেড়ালডাকা,  সকাল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন