মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

আমূল-এর প্যাকেটজাত তরল দুধ


আমূল-এর প্যাকেটজাত তরল দুধ



নির্দিষ্ট 'ডেট'-এর মধ্যে  'আমূল'-এর  'প্যাকেটজাত তরল দুধ'  যদি 'কেটে' যায়, তবে প্যাকেটের গায়ে লেখা, 'গুজরাট'-এর  ঠিকানায় লিখতে পারেন !

ওখানে
১। 'ডাক'ঠিকানা পাবেন ! ৫০ পয়সার পোস্টকার্ডেও লিখতে পারেন !
২। 'টোল'ফ্রি ফোন নম্বর পাবেন !
৩। 'ইমেল'ঠিকানা পাবেন !

দেখুন কি হয় !

আপনার নাম-ঠিকানা, ফোন নম্বর, যে দোকান থেকে দুধের প্যাকেট কিনেছেন, তার নাম-ঠিকানা, দুধের প্যাকেটের গায়ে, যে  ' নম্বরগুলো'  এবং যে  'অক্ষরগুলো',  নীল কালিতে স্টাম্প মেরে ওরা লেখে,  (  'ডেট' ইত্যাদি ), সেগুলোও জানাতে ভুলবেন না !

'কেটে' যাওয়া দুধের প্যাকেট রেখে দেবেন !

কোম্পানির জবাব না আসা পর্যন্ত অপেক্ষা করুন !

দেখুন কি জবাব আসে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন