রাজযোগ প্রাণায়াম
রাজযোগ, কোন ধর্মবিশ্বাস, ধার্মিক মতবাদ, বা, ধর্মীয় সংস্কারযুক্ত ঈশ্বরের কথা বলে না !
রাজযোগে পাওয়া যায়, ব্যক্তি-ঈশ্বর সম্পর্কশূন্য তত্ত্ব !
বলতে পারেন, 'ঈশ্বর' নিরপেক্ষ তত্ত্ব !
রাজযোগ, প্রাণায়াম, এসব অভ্যাস করলে, 'আনন্দ' পাওয়া যায় !
এই আনন্দ কিন্তু, জীবনমুখী ধর্ম !
রাজযোগ। পাতঞ্জলিতে উক্ত, 'সহজ যোগবিশেষ'। বিপরীতে, 'হঠযোগ' !
প্রাণায়াম। প্রাণের, অর্থাৎ শ্বাসপ্রশ্বাসের নিরোধ ! এটি যোগাঙ্গবিশেষ !
* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ১৪৪।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন