শনিবার, ২৫ মার্চ, ২০১৭

কৃষ্ণ-বলরাম দেবকী-রোহিণী ও যশোদা


কৃষ্ণ-বলরাম দেবকী-রোহিণী ও যশোদা



এটা অনেকেই জানেন, রোহিণী বলরামের মাতা !
বলরাম শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় ভাই !
কৃষ্ণের জন্মমাতা দেবকী।
কৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান।
কৃষ্ণের পালনমাতা যশোদা।

বলরামের জন্মসূচন দেবকীর গর্ভে।
বলরাম দেবকীর সপ্তম গর্ভ।
যোগমায়া,  দেবকীর গর্ভ সঙ্কর্ষণ করে,  দেবকীর গর্ভ থেকে,  রোহিণীর গর্ভে,  বলরামের ভ্রূণ স্থাপিত করেন !

বলরাম রোহীণীর গর্ভেই বেড়ে ওঠেন !
রোহিণী আসলে, বলরামের,   surrogate  মাতা !

বলরাম কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা !
কৃষ্ণ-বলরামের পিতা বসুদেব।
দেবকী  এবং রোহিণী দুজনেই বসুদেবের স্ত্রী।

যোগমায়া।
ভগবৎসমাধিকৃতা মায়া !
ভগবৎসঙ্কল্পবশবর্তিনী মায়া !

যোগমায়াই বিষ্ণুমায়া !
যোগমায়াই ভগবতী !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন