বুধবার, ২২ মার্চ, ২০১৭

থাইল্যাণ্ড [ এক ]

থাইল্যাণ্ড [ এক ]

Garuda Emblem of Thailand.svg

                                                        থাইল্যাণ্ডের প্রতীকচিহ্ন !






থাইল্যাণ্ড। আগের নাম শ্যামদেশ। ১৯৩৯ সাল পর্যন্ত শ্যামদেশ হিসাবেই পরিচিতি ছিল। ঐ বছরেই নাম বদলিয়ে থাইল্যাণ্ড করা হয়।
১৯৪০-এর দশকের শেষে দেশটির পুনরায় নামকরণ করা হয় শ্যামদেশ। ১৯৪৯ সালে ফের দ্বিতীয়বারের মতন নামকরণ থাইল্যাণ্ড।
প্রধান উৎপন্ন দ্রব্য ধান।
রাজধানী ব্যাঙ্কক।
ব্যাঙ্কক চাও ফ্রায়া নদীর মোহনায় থাই উপসাগরের তীরে অবস্থিত।
থাইল্যাণ্ডে সংখ্যাগরিষ্ঠ মানুষই থাইজাতের মানুষ।
এরা বৌদ্ধ।
তেরাভাদা সম্প্রদায়ের বৌদ্ধ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন