প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা: আমার কবিতার দশর্ক: আমার কবিতার দর্শক আমার কবিতার 'দর্শক' আছেন ৫৪টা দেশ থেকে ! সেই হিসাবে দেখতে গেলে, আমার কবিতাগুলি, মোটামুটিভাবে, আন্তর্...
শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
এই দেশটি থেকে আমার কবিতার 'দর্শক' রয়েছেন !
বসনিয়া ও হার্জেগোভিনা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজধানী | সারায়েভো ৪৩°৫২′ উত্তর ১৮°২৫′ পূর্ব |
|||||||
বৃহত্তম শহর | capital | |||||||
রাষ্ট্রীয় ভাষাসমূহ | Bosnian Croatian Serbian |
|||||||
সরকার | Parliamentary democracy | |||||||
• | Presidency members | Nebojša Radmanović1 Haris Silajdžić2 Željko Komšić3 |
||||||
• | Chairman of the Council of Ministers |
Nikola Špirić |
||||||
• | High Representative | Miroslav Lajčák4 | ||||||
Independence | ||||||||
• | Formed | 29 August 1189 | ||||||
• | Kingdom established | 26 October 1377 | ||||||
• | Independence lost to Ottoman Empire |
1463 | ||||||
• | Independence from SFR Yugoslavia | March 1 1992 | ||||||
• | Recognized | April 6 1992 | ||||||
• | পানি (%) | negligible | ||||||
জনসংখ্যা | ||||||||
• | 2007 আনুমানিক | 3,935,000 (126th5) | ||||||
• | 1991 আদমশুমারি | 4,377,033 [১] | ||||||
মোট দেশজ উৎপাদন (ক্রয়ক্ষমতা সমতা) |
2005 আনুমানিক | |||||||
• | মোট | $31.1 billion (94th) | ||||||
• | মাথা পিছু | $9,168 (2007 estimate) IMF (77th) | ||||||
জিনি সহগ (2001) | 26.2 নিম্ন |
|||||||
মানব উন্নয়ন সূচক (2004) | 0.800 ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · 62nd |
|||||||
মুদ্রা | Convertible mark (BAM) | |||||||
সময় অঞ্চল | CET (ইউটিসি+1) | |||||||
• | গ্রীষ্মকালীন (ডিএসটি) | CEST (ইউটিসি+2) | ||||||
কলিং কোড | 387 | |||||||
ইন্টারনেট টিএলডি | .ba | |||||||
১৪শ শতকে রাজপুত্র শাসিত বসনিয়া দক্ষিণের ডিউক শাসিত হার্জেগোভিনার সাথে মিলে একটি ক্ষণস্থায়ী মধ্যযুগীয় রাজ্য গঠন করেছিল। বর্তমান বসনিয়া ও হার্জেগোভিনা রাষ্ট্রটিও অনুরূপ উত্তর ও দক্ষিণ ভাগে বিভক্ত। দেশটির উত্তরে ও পশ্চিমে ক্রোয়েশিয়া এবং দক্ষিণে ও পূর্বে সার্বিয়া ও মন্টেনিগ্রো প্রজাতন্ত্র। আড্রিয়াটিক সাগরে ক্রোয়েশিয়ার মাঝ দিয়ে বসনিয়ার প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ তটরেখা আছে।
সারায়েভো বসনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর।
ইতিহাস
১৯৯৫ সালের গণহত্যা
যুগোশ্লাভিয়া ভেঙে যাওয়ার পর সার্বরা ১৯৯৫ সালের জুন মাসে সেব্রেনিচা শহরটি দখল করে নেয়। জাতিসংঘের ৮১৯ নম্বর প্রস্তাবে অনুযায়ী সেব্রেনিচা শহরটি নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করা হয়েছিল।কিন্তু সার্বরা জাতিসংঘের ডাচ শান্তিরক্ষীদের কোনো বাধা ছাড়াই শহরটি দখল করে সেখানে আশ্রয় নেয়া হাজার হাজার বেসামরিক মুসলমানকে হত্যা করে এবং হাজার হাজার নারীকে ধর্ষণ করে। রাতকো মিলাদিচের নেতৃত্বাধীন বর্বর সার্ব বাহিনী এই গণহত্যা চালায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সংঘটিত সবচেয়ে বড় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান। ডাচ শান্তিরক্ষীদের নিস্ক্রিয়তার মুখে ও গ্রিক সেচ্ছাসেবী বাহিনীর সহায়তায় সার্বরা এই গণহত্যা চালায়। ১৯৯৫ সালে বসনিয়ান সার্ব বাহিনীর খ্রিস্ট্রান জঙ্গিদের হাতে এই হত্যাযজ্ঞের শিকার হন ৮,৩৭২ জন মুসলিম পুরুষ এবং বালক।
রাজনীতি
বসনিয়া ও হার্জেগোভিনার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। সরকারপ্রধান হলেন বসনিয়া ও হার্জেগোভিনার মন্ত্রীপরিষদ। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভা উভয়ের উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা হতে স্বাধীন।
লেবেলসমূহ:
বসনিয়া ও হার্জেগোভিনা
সোমবার, ২৭ মার্চ, ২০১৭
অ্যান্টার্কটিকা
অ্যান্টার্কটিকা
দক্ষিণের মেরু কেন্দ্রের প্রায় নিকটে অ্যান্টার্কটিকা [ Antarctica ] মহাদেশ, পৃথিবীর সব অক্ষীয় কাল্পনিক রেখাগুলি, ওখানে একসাথে মিলিত হয়েছে।
অ্যান্টার্কটিকা, স্থায়ী অধিবাসী শূন্য।
অস্থায়িভাবে ৫০০০ থেকে ১০০০জন মানুষ, গবেষণার জন্য সাধারণত ওখানে থাকেন।
এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পর অ্যান্টার্কটিকা মহাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম !
অস্ট্রেলিয়া মহাদেশ থেকে আয়তনে প্রায় দ্বিগুণ !
অ্যান্টার্কটিকা শীতলতম এবং শুষ্কতম মহাদেশ !
পেঙ্গুইন, সিল জন্তু দেখতে পাওয়া যায়।
১৮৯০-এর দশকে, স্কট মানচিত্র বিশারদ, জন জর্জ বার্থোলোনিউ প্রথম, এই সর্বদক্ষিণের মহাদেশটিকে, "অ্যান্টার্কটিকা" বলে অভিহিত করেন এবং আনুষ্ঠানিক ভাবে নামকরণ করেন।
রবিবার, ২৬ মার্চ, ২০১৭
প্রণব কুমার কুণ্ডুর গদ্যরচনা: অভিধান
প্রণব কুমার কুণ্ডুর গদ্যরচনা: অভিধান: অভিধান একটা অভিধান থেকে উদ্ধৃতি দিচ্ছি ! " গর্ভে পুত্র জন্মিলে গর্ভিণীর দক্ষিণ চক্ষুঃ বৃহত্তর হয়, " " দক্ষিণ স্তনে অ...
প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা: আমার কবিতার দশর্ক
প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা: আমার কবিতার দশর্ক: আমার কবিতার দর্শক আমার কবিতার 'দর্শক' আছেন ৫৪টা দেশ থেকে ! সেই হিসাবে দেখতে গেলে, আমার কবিতাগুলি, মোটামুটিভাবে, আন্তর্...
আমার কবিতার দশর্ক
আমার কবিতার দর্শক
আমার কবিতার 'দর্শক' আছেন ৫৪টা দেশ থেকে !
সেই হিসাবে দেখতে গেলে, আমার কবিতাগুলি, মোটামুটিভাবে, আন্তর্জাতিক !
আমার কবিতাগুলির দর্শক, এক অ্যান্টার্ক্টিক মহাদেশ ছাড়া, অন্য সব মহাদেশেই, ছড়িয়ে ছিটিয়ে আছেন !
অ্যান্টার্ক্ইক মহাদেশে তো কোন মানুষজন স্থায়িভাবে থাকেন না !
যাঁরা অ্যান্টার্ক্টিক মহাদেশে যান, তাঁরা মোটামুটিভাবে গবেষণার জন্য যান !
আমার কবিতার দর্শকদেশের নাম
১। ভারত
২। মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যান্য দেশগুলি যেমন
৩। জার্মানি
৪। বাংলাদেশ
৫। রাশিয়া
৬। নেদারল্যাণ্ডস
৭। ফ্রান্স
৮। আয়ারল্যাণ্ড
৯। সংযুক্ত আরব আমিরাত
১০। অস্ট্রেলিয়া
১১। রুমানিয়া
১২। সৌদি আরব
১৩। ডেনমার্ক
১৪। ইন্দোনেশিয়া
১৫। চিলি
১৬। তুরস্ক
১৭। ভেনেজুয়েলা
১৮। সিঙ্গাপুর
১৯। চীন
২০। ভিয়েতনাম
২১। মরোক্কো
২২। কাতার
২৩। পাকিস্তান
২৪। ফিলিপিন
২৫। পোল্যাণ্ড
২৬। ফিজি
২৭। মিশর
২৮। বেলজিয়াম
২৯। যুক্তরাজ্য
৩০। আলজেরিয়া
৩১। ইসরায়েল
৩২। বাহরাইন
৩৩। সুরিনাম
৩৪। বতসোয়ানা
৩৫। গ্রীস
৩৬। অস্ট্রিয়া
৩৭। সার্বিয়া
৩৮। ঘানা
৩৯। হাঙ্গেরি
৪০। ইতালি
৪১। থাইল্যান্ড
৪২। ইরাক
৪৩। আর্মেনিয়া
৪৪। এন্টিগুয়া ও বারবুডা
৪৫। নাইজেরিয়া
৪৬। চেচিয়া
৪৭।বেলারুশ
৪৮। জর্ডন
৪৯। আজারবাইজান
৫০। ইউক্রেন
৫১। কেনিয়া
৫২। সিঙ্গাপুর
৫৩। কিরগিজিস্তান
৫৪। কাজাখস্তান
প্রভৃতি
অন্তত ৫৪টি দেশে ।
সেক্ষেত্রে, আমার কবিতাগুলি, "আন্তঃমহাদেশীয়" হয়ে গেছে !
প্রণব কুমার কুণ্ডু।
২৬-০৩-২০১৭।
লেবেলসমূহ:
আমার কবিতার দর্শক
বিশ্বের মহাদেশসমূহ
বিশ্বের মহাদেশসমূহ
|
লেবেলসমূহ:
বিশ্বের মহাদেশসমূহ
শনিবার, ২৫ মার্চ, ২০১৭
প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা: লিমেরিক [ নয় ]
প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা: লিমেরিক [ নয় ]: লিমেরিক [ নয় ] অষ্ট। আট। আট সংখ্যক। অষ্ট আঁখি। অষ্ট কর্ণ। উনি শ্রীশ্রী শ্রীমান ব্রহ্মা।
প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা: লিমেরিক [ নয় ]
প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা: লিমেরিক [ নয় ]: লিমেরিক [ নয় ] অষ্ট। আট। আট সংখ্যক। অষ্ট আঁখি। অষ্ট কর্ণ। উনি শ্রীশ্রী শ্রীমান ব্রহ্মা।
কৃষ্ণ-বলরাম দেবকী-রোহিণী ও যশোদা
কৃষ্ণ-বলরাম দেবকী-রোহিণী ও যশোদা
এটা অনেকেই জানেন, রোহিণী বলরামের মাতা !
বলরাম শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় ভাই !
কৃষ্ণের জন্মমাতা দেবকী।
কৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান।
কৃষ্ণের পালনমাতা যশোদা।
বলরামের জন্মসূচন দেবকীর গর্ভে।
বলরাম দেবকীর সপ্তম গর্ভ।
যোগমায়া, দেবকীর গর্ভ সঙ্কর্ষণ করে, দেবকীর গর্ভ থেকে, রোহিণীর গর্ভে, বলরামের ভ্রূণ স্থাপিত করেন !
বলরাম রোহীণীর গর্ভেই বেড়ে ওঠেন !
রোহিণী আসলে, বলরামের, surrogate মাতা !
বলরাম কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা !
কৃষ্ণ-বলরামের পিতা বসুদেব।
দেবকী এবং রোহিণী দুজনেই বসুদেবের স্ত্রী।
যোগমায়া।
ভগবৎসমাধিকৃতা মায়া !
ভগবৎসঙ্কল্পবশবর্তিনী মায়া !
যোগমায়াই বিষ্ণুমায়া !
যোগমায়াই ভগবতী !
লেবেলসমূহ:
কৃষ্ণ-বলরাম দেবকী-রোহিণী ও যশোদা
সুরভি
সুরভি
সুরভি।
স্বর্গীয় কামধেনু।
অভীষ্টদায়িনী গাভি।
সুরভি দেবগবী।
এই গবীর নিকট, যার যা কিছু প্রার্থনা, সে সব প্রার্থনা, পূর্ণ হয় !
শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
ব্লগ-এ 'প্রকাশ' আটকানো হচ্ছে !
ব্লগ-এ 'প্রকাশ' আটকানো হচ্ছে !
" এই পৃষ্ঠায় HTTPS রিসোর্স রয়েছে, যার কারণে HTTPS হয়ে ব্লগটি দেখা হলে সেক্ষেত্রে মিশ্র সামগ্রী নিরাপত্তা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় বিঘ্ন ঘটতে পারে ! "
এই অজুহাতে, ব্লগ-এ 'প্রকাশ' আটকানো হচ্ছে !
এর আগে স্বামী বিবেকানন্দের একটা ছবি তুলে নিতে আমাকে বাধ্য করা হয়েছে !
'ব্যবহারকারী' বিবেকানন্দের ছবিটি পেলেন কোথা থেকে ?
আপনাদের বক্তব্য পুনরীক্ষণ ( Review ) করুন !
আমাকে জানান !
ধন্যবাদ !
প্রণব কুমার কুণ্ডু।
লেবেলসমূহ:
ব্লগ-এ 'প্রকাশ' আটকানো হচ্ছে !
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
অভিধান১
অভিধান১
একটা অভিধান থেকে উদ্ধৃতি দিচ্ছি !
" গর্ভে পুত্র জন্মিলে গর্ভিণীর দক্ষিণ চক্ষুঃ বৃহত্তর হয়, "
" দক্ষিণ স্তনে অগ্রে দুগ্ধ সঞ্চারিত হয়, "
" দক্ষিণ উরু স্থূল ও মুখ এবং বর্ণ উজ্জ্বল হয়, "
" স্বপ্নে পুংলিঙ্গবাচক দ্রব্যাদিতে অভিলাষ জন্মে। "
" আর গর্ভে কন্যা জন্মিলে বাম চক্ষুঃ বৃহত্তর হয়, "
" বাম স্তনে অগ্রে দুগ্ধ জন্মে,"
" বাম ঊরু স্থূল ও মুখ ও বর্ণ মলিন হয়। "
এগলো 'অভিধান'টি কোথা থেকে পেয়েছে, জানতে ইচ্ছা করে !
এগুলো অবিদ্যা এবং অবিজ্ঞান প্রসূত বলে, আমার মনে হয়।
অভিধানটির নাম,
" সরল বাঙ্গালা অভিধান "
" সুবলচন্দ্র মিত্র সংকলিত "
" সংশোধিত পরিমার্জিত ও পরিবর্ধিত নবম সংস্করণের প্রধান উপদেষ্টা জ্যোতিভূষণ চাকী "
" পরিমার্জনা ও সম্পাদনা শৈলেন ভক্রবর্তী "
প্রকাশক করেছেন : জনৈক " স্রী অরুণ চন্দ্র মজুমদার "
ছেপেছেন : জনৈক '' শ্রী বরুণচন্দ্র মজুমদার "
" নিউবেঙ্গল প্রেস ( প্রাঃ ) লিমিটেড ৬৮, কলেজ স্ট্রিট কলকাতা -৭০০০৭৩ "
'' মূল্য : ৫৫০.০০ ( পাঁচশো পঞ্চাশ টাকা ) "
দেখতে পারেন, ৪৩৮ পাতায় " গর্ভবতী "
"পুনমুদ্রণ : এপ্রিল ২০১৬ "
আমি পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষন করছি, ঐসব অবিজ্ঞানপ্রসূত 'অভিধান'টির বিক্রি বন্ধ করে দেওয়া কিনা, তা নিয়ে চিন্তা-ভাবনা করুন !
ওদের বিরুদ্ধে কি অসত্য আজগুবি কথা প্রচার করার জন্য, আইনানুগ ব্যবস্ধা নেওয়া যায় ?
এই পুস্তক সংস্থাটি, সম্ভবত, দেব সাহিত্য কুটিরের একটি সহযোগী বা বর্ধিত সংগঠন। দেব সাহিত্য কুটিরের মালিক পক্ষ, এই প্রেসটি, এবং তার ব্যবসায়িক সত্ত্ব, কিনেছেন বলে শুনেছি।
মহাদেশ সম্বন্ধীয়
মহাদেশসম্বন্ধীয়
মহাদেশ
মহাদেশ বলতে পৃথিবীর বড় ভূখণ্ডসমূহকে বুঝায়।
পৃথিবীতে ৭ টি মহাদেশ রয়েছে।
মহাদেশসমূহ হল
১। এশিয়া,
২। ইউরোপ,
৩। আফ্রিকা,
৪। উত্তর আমেরিকা,
৫। দক্ষিণ আমেরিকা,
৬। এন্টার্কটিকা,
৭। অস্ট্রেলিয়া
দ্বীপসমূহকে পার্শ্ববর্তী মহাদেশের অন্তর্গত হিসেবে ধরা হয়।
এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহকে অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্ভুক্ত করে নতুন ভূ-রাজনৈতিক অঞ্চল "ওশেনিয়া" সৃষ্টি করা হয়েছে।
Continents
মহাদেশ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পৃথিবীতে ৭ টি মহাদেশ রয়েছে।
মহাদেশসমূহ হল
১। এশিয়া,
২। ইউরোপ,
৩। আফ্রিকা,
৪। উত্তর আমেরিকা,
৫। দক্ষিণ আমেরিকা,
৬। এন্টার্কটিকা,
৭। অস্ট্রেলিয়া
দ্বীপসমূহকে পার্শ্ববর্তী মহাদেশের অন্তর্গত হিসেবে ধরা হয়।
এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহকে অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্ভুক্ত করে নতুন ভূ-রাজনৈতিক অঞ্চল "ওশেনিয়া" সৃষ্টি করা হয়েছে।
সংখ্যা
মহাদেশসমূহকে পৃথক করার কয়েকটি উপায় রয়েছে:মডেল | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
চার মহাদেশ | আফ্রো-ইউরেশিয়া | আমেরিকা | এন্টার্কটিকা | অস্ট্রেলিয়া | ||||
ছয় মহাদেশ | আফ্রিকা | ইউরোপ | এশিয়া | আমেরিকা | এন্টার্কটিকা | অস্ট্রেলিয়া | ||
ছয় মহাদেশ |
আফ্রিকা | ইউরেশিয়া | উত্তর আমেরিকা | দক্ষিণ আমেরিকা | এন্টার্কটিকা | অস্ট্রেলিয়া | ||
সাত মহাদেশ | আফ্রিকা | ইউরোপ | এশিয়া | উত্তর আমেরিকা | দক্ষিণ আমেরিকা | এন্টার্কটিকা | অস্ট্রেলিয়া |
- চীন, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, পশ্চিম ইউরোপের কিছু অংশ এবং ইংরেজি ভাষাভাষী জনসংখ্যার দেশ, যেমন অস্ট্রেলিয়া,[১১] এবং যুক্তরাজ্য এ[১২] সাত মহাদেশ মডেল শিখানো হয়।
- যুক্ত ইউরেশিয়াসহ ছয় মহাদেশ মডেল রাশিয়া, পূর্ব ইউরোপ ও জাপান এ ব্যবহৃত হয়।
- যুক্ত আমেরিকাসহ ছয় মহাদেশ মডেল ফ্রান্স ও ফরাসি উপনিবেশসমূহ, ইতালি, পর্তুগাল, স্পেন, রোমানিয়া, লাতিন আমেরিকা,[১৩] এবং গ্রিস এ ব্যবহৃত হয়।[৩]
-
- এই মডেল থেকে এন্টার্কটিকা মহাদেশ জনশূন্য হওয়ায় তা বাদ দিয়ে পাঁচ মহাদেশ মডেল গৃহীত হয়েছে। এই মডেল জাতিসংঘ এবং অলিম্পিক সনদ এ ব্যবহৃত হয়।
পৃথিবীর উচ্চতম ও নিম্নতম স্থান
মহাদেশ | উচ্চতম স্থান | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (মিটার) | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (ফুট) | দেশ বা অঞ্চলে অবস্থান | নিম্নতম স্থান | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (মিটার) | সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (ফুট) | দেশ বা অঞ্চলে অবস্থান |
---|---|---|---|---|---|---|---|---|
এশিয়া | মাউন্ট এভারেস্ট | ৮,৮৪৮ | ২৯,০২৯ | চীন ও নেপাল | মৃত সাগর | -৪২৭ | ১,৪০১ | ইসরায়েল ও জর্ডান |
ইউরোপ | এলব্রুস পর্বত | ৫,৬৪২ | ১৮,৫১০ | রাশিয়া | কাস্পিয়ান সাগর | -২৮ | -৯২ | রাশিয়া |
আফ্রিকা | কিলিমাঞ্জারো | ৫,৮৯৫ | ১৯,৩৪১ | তানজানিয়া | আসাল হ্রদ | -১৫৫ | -৫০৯ | জিবুতি |
উত্তর আমেরিকা | দেনালি | ৬,১৯৮ | ২০,৩৩৫ | যুক্তরাষ্ট্র | মৃত উপত্যকা | -৮৬ | -২৮২ | যুক্তরাষ্ট্র |
দক্ষিণ আমেরিকা | অ্যাকনকাগুয়া পর্বত | ৬,৯৬০ | ২২,৮৩০ | আর্জেন্টিনা | লাগুনা দেন কার্বন | -১০৫ | -৩৪৪ | আর্জেন্টিনা |
এন্টার্কটিকা | ভিনসন স্তূপপর্বত | ৪,৮৯২ | ১৬,০৫০ | (নাই) | ভেস্টফোল্ড পর্বত | -৫০ | -১৬০ | (নাই) |
অস্ট্রেলিয়া | পুঞ্চাক জায়া | ৪,৮৮৪ | ১৬,০২৪ | ইন্দোনেশিয়া (পাপুয়া) | আয়ার হ্রদ | -১৫ | -৪৯ | অস্ট্রেলিয়া |
- "Preamble"। Olympic Charter। International Olympic Committee। ৮ ডিসেম্বর ২০১৪। পৃ: ১০। সংগৃহীত ১৯ মার্চ, ২০১৭। "the five interlaced rings, which represent the union of the five continents"
বিশ্বের মহাদেশসমূহ
|
|||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||||||||||
See also Regions of the world
|
আফ্রিকা | কেন্দ্রীয় · পূর্ব · উত্তর · দক্ষিণ · পশ্চিম | ||
---|---|---|---|
আমেরিকা | ক্যারিবিয়া · কেন্দ্রীয় · ল্যাটিন · উত্তর · উত্তরাঞ্চলীয় · দক্ষিণ | ||
এশিয়া | কেন্দ্রীয় · পূর্ব · উত্তর · দক্ষিণ · দক্ষিণ-পূর্ব · পশ্চিমাঞ্চলীয় | ||
ইউরোপ | কেন্দ্রীয় · পূর্ব · উত্তর · দক্ষিণ · পশ্চিম | ||
ওশেনিয়া | অস্ট্রালেশিয়া · মেলানেশিয়া · মাইক্রোনেশিয়া · পলিনেশিয়া | ||
অ্যান্টার্কটিকা | |||
মেরু | উত্তর · দক্ষিণ |
||
মহাসাগরসমূহ | মহাসাগরসমূহ : প্রশান্ত, আটলান্টিক, ভারত, দক্ষিণ, আর্কটিক সূত্র উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ। |
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)