মনোময়কোষ
মনের
সঙ্কল্প-বিকল্প-আত্মিকা, ওটা অন্তকরণের বৃত্তি !
সেটা আবার, লিঙ্গ শরীরের অবয়ব !
পঞ্চ কর্মেন্দ্রিয়ের সাথে, ওটা মিলিত হলে, সেটা,
মনোময়কোষ !
বইতে বেশ বলেছে,
বেশ বলেছে,
আর বলতে হয়ে না !
ওতেই আমার সন্তোষ !
* '-আত্মিকা'। '-আত্মিক'-এর স্ত্রীলিঙ্গ !
* '-আত্মিক'। সমাসের উত্তরপদে অর্থাৎ পরপদে বসে ! অর্থ, গুণবিশিষ্ট ! প্রকৃতিবিশিষ্ট !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন