মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

একক দঙ্গীত


একক সঙ্গীত



যে হেতু সঙ্গীতে
গানের সাথে বাজনা থাকে
তাই সত্যি সত্যি
'একক সঙ্গীত'
হয় না !

যেখানে কেউ একা
গাইবেন
তিনি
একক ভাবে
সঙ্গীত গাইতেই পারেন !

তবে যেহেতু সাথে বাজনা থাকে
তাই
সেটাও
একক সঙ্গীত
হয় না !

একাধিক
গায়ক/গায়িকা
থাকলে
'সমবেত' কণ্ঠে
সঙ্গীত !

আবার
'সমবেত' বাজনাও হয় !
সেটা আমরা
খেয়াল
করি না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন